Just In
ফাস্ট চার্জিং আর ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল রিয়েলমি ৩ প্রো
ভারতে মিডরেঞ্জ সেগমেন্টে রেডমি নোট ৭ প্রো কে টেক্কা দিতে লঞ্চ হল রিয়েলমি ৩ প্রো। সোমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে এই ফোন লঞ্চ করেছে রিয়েলমি। একই সাথে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে রিয়েলমি সি২। রিয়েলমি ৩ প্রো এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৪,০৪৫ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি আর ২৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে স্যাপড্র্যাগন ৭১০ চিপসেট আর 6GB পর্যন্ত RAM।

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে রিয়েলমি ৩ প্রো পাওয়া যাবে। ১৩,৯৯৯ টাকা দামে এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM আর 128GB স্টোরেজে রিয়েলমি ৩ প্রো কিনতে ১৬,৯৯৯ টাকা খরচ হবে। ২৯ এপ্রিল শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে বিক্রি শুরু হবে এই ফোন।
রিয়েলমি ৩ প্রো স্পেসিফিকেশন
রিয়েলমি ৩ প্রো ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। ফোনের উপরে থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। রিয়েলমি ৩ প্রো এর ভিতরে থাকছে স্ন্যাপড্র্যাগন ৭১০ চিপসেট 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে রিয়েলমি। রিয়েলমি ৩ প্রো ফোনে থাকছে একটি ১৬ মেগাপিচক্সেল প্রাইমারি সেন্সার। ওয়ানপ্লাস ৬টি ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রিয়েলমি ৩ প্রো তে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি ৩ প্রো তে থাকছে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০৪৫ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190