Just In
চলতি বছরেই বাজারে আসতে পারে রিয়েলমির ল্যাপটপ, জেনে নিন সম্ভাব্য দাম
স্মার্টফোনের পর সম্প্রতি ওয়্যারেবল সেগমেন্টেও একের পর এক প্রোডাক্ট লঞ্চ করছে রিয়েলমি। ইতিমধ্যেই বাজারে এসেছে কোম্পানির ওয়্যারলেস ইয়ারবাড, ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ। এবার ল্যাপটপের দুনিয়ায় পা রাখতে চলেছে চিনের কোম্পানিটি! সম্প্রতি জানা গিয়েছে চলতি বছরেই বাজারে আসতে পারে রিয়েলমির ল্যাপটপ।

সম্প্রতি গ্রাহকদের কাছে ল্যাপটপ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। আগামী তিন মাসের মধ্যে ল্যাপটপ কেনার কোন পরিকল্পনা রয়েছে কি না তাও জানতে চেয়েছে কোম্পানিটি।
এর পরেই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকেই বাজারে আসতে পারে রিয়েলমির প্রথম ল্যাপটপ।
সম্প্রতি রিয়েলমি ইন্ডিয়া ফোরামে ল্যাপটপ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা দামের মধ্যে ল্যাপটপ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে চিনের কোম্পানিটি। এর পরেই অনেকে অনুমান করছে ৫০,০০০ টাকার কম দামে প্রথম ল্যাপটপ লঞ্চ করতে পারে রিয়েলমি।
এই খবর সত্যি হলে ৫০,০০০ টাকার কম দামে রেডমি ল্যাপটপকে কড়া টক্কর দেবে এই ল্যাপটপ।
খুব অল্প সময়ে ভারতের স্মার্টফোন ও অ্যাকসেসারিজ বাজারে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে রিয়েলমি। লঞ্চের মাত্র কয়েক বছরের মধ্যেই ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এটি। এই মুহূর্তে স্মার্টফোন ছাড়াও বিভিন্ন অ্যাকসেসারিজ বিক্রি করে চিনের কোম্পানিটি।
যদিও রিয়েলমি ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি। জানা যায়নি এই ল্যাপটপে কী কী হার্ডওয়্যার ব্যবহার হতে পারে। যদিও এই বিষয়ে কোন খবর সামনে এলে প্রথমেই আমরা সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেব। বিগত কয়েক বছরে ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করেছিল চিনের আর এক স্মার্টফোন জায়েন্ট শাওমি। এবার শাওমিকে টেক্কা দিতে ল্যাপটপ লঞ্চের পরিকল্পনা করছে রিয়েলমি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470