Just In
Don't Miss
পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল রিয়েলমি
বুধবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ কোম্পানির প্রথম স্মার্টফোন লঞ্চ করল রিয়েলমি।নতুন ফোনের নাম রিয়েলমি এক্স। বুধবার চিনে এই ফোন লঞ্চ করেছে রিয়েলমি। এই প্রথম প্রতিবেশি দেশে কোন ফোন লঞ্চ করল রিয়েলমি। রিয়েলমি এক্স ফোনের সাথেই বুধবার চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি এক্স লাইট। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ৩ প্রো ফোনের নাম বদলে চিনে এই ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। দুটি ফোনের ভিতরেই থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। রিয়েলমি এক্স ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।
রিয়েলমি এক্স স্পেসিফিকেশন
রিয়েলমি এক্স ফোনে থাকছে একটি ৬.৫৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। রিয়েলমি এক্স ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮ জিবি র্যাম আর ২৫৮ গিবি পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি ৩৭৫০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটার আর ফাস্ট চার্জ সাপোর্ট।
ছবি তোলার জন্য রিয়েলমি এক্স ফোনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির স্কিন।
রিয়েলমি এক্স লাইট স্পেসিফিকেশন
রিয়েলমি এক্স লাইট ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। ফোনের উপরে থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। রিয়েলমি এক্স লাইট এর ভিতরে থাকছে স্ন্যাপড্র্যাগন ৭১০ চিপসেট 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে রিয়েলমি। রিয়েলমি এক্স লাইট ফোনে থাকছে একটি ১৬ মেগাপিচক্সেল প্রাইমারি সেন্সার। ওয়ানপ্লাস ৬টি ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রিয়েলমি এক্স লাইট তে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি এক্স লাইট তে থাকছে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০৪৫ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190