Just In
নিঃশব্দে স্পাইডারম্যান এডিশনে লঞ্চ হল রিয়েলমি এক্স
সম্প্রতি স্পাইডারম্যান স্পেশাল এডিশনে লঞ্চ হয়েছে রিয়েলমি এক্স। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যাবে। ৯ জুলাই চিনে স্পেশাল এডিশনে বিক্র শুরু হবে এই স্মার্টফোন। রিয়েলমি এক্স ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন। সাথে থাকছে একটি ফুল ভিউ ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাদন ৭১০ চিপসেট আর ৩৭৫০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

স্পেশল এডিশনে রিয়েলমি এক্স এর সাথে থাকবে একটি স্পাইডারম্যান কেস। এছাড়াও ফোনের ভিতরে থাকবে কয়েকটি স্পাইডারম্যান থিম। ফোনের পিছনে থাকবে সাদা ফিনিশ।
রিয়েলমি এক্স স্পেসিফিকেশন
রিয়েলমি এক্স ফোনে থাকছে একটি ৬.৫৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। রিয়েলমি এক্স ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮ জিবি র্যাম আর ২৫৮ গিবি পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি ৩৭৫০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটার আর ফাস্ট চার্জ সাপোর্ট।
ছবি তোলার জন্য রিয়েলমি এক্স ফোনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির স্কিন।
রিয়েলমি এক্স স্পাইডারম্যান এডিশোনের দাম ১,৭৯৯ ইউয়ান (প্রায় ১৮,০৬৩ টাকা)। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। চিনে রিয়েলমি ওয়েবসাইটে লগ ইন করে রিয়েলমি এক্স স্পাইডারম্যান এডিশন প্রি-অর্ডার করা যাবে।
আপাতত চিনে এই ফোন লঞ্চ হলেও ভারতে কবে রিয়েলমি এক্স লঞ্চ হবে জানা যায়নি। গত মাসে ভারতে রিয়েলমি প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন শিঘ্রই ভারতে আসবে রিয়েলমি এক্স। এমনকি চিনে রিয়েলমি এক্স লঞ্চের খবর ট্যুইটারে প্রকাশ করেছেন তিনি। তবে ভারতে রয়েলমি এক্স লঞ্চের দিন জানাননি মাধব।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470