Just In
ভারতে রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো ফোনের লঞ্চের দিন ঘোষনা করল শাওমি
সম্প্রতি দুর্দান্ত স্পেসিফিকেশন সহ চিনে লঞ্চ হয়েছিল রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো। এই দুই ফোনেই রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন। ইতিমধ্যেই চিনে সুপারহিট এই দুই রেডমি স্মার্টফোন। এবার ভারতে আসতে চলেছে রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো। সম্প্রতি ভারতে এই দুই ফোন লঞ্চের দিন ঘোষনা করেছে শাওমি। চিনের কোম্পানিটি জানিয়েছে জুলাই মাসের ভারতে আসবে বহু প্রতীক্ষিত এই দুই স্মার্টফোন।

শুক্রবার ট্যুইটারে শামি জানিয়েছে ১৭ জুলাই ভারতে আসছে রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো। ঐ দিন ভারতে এই দুই ফোনের দাম ঘোষনা করবে কোম্পানিটি। ইতিমধ্যেই চিনে হট কেকের মতো বিক্রি হচ্ছে এই দুই ফোন। তবে ভারতে এই দুই ফোনের স্পেসিফিকেশনে বদল হতে পারে।
রেডমি কে ২০ প্রো ফোনের ভিতরে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটর জন্য রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, টাই সি পোর্ট পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ। রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম আওয়ার ব্যাটারি। সাথে রয়েছে ২৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ৮ মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
রেডমি কে ২০ ফোনে রেডমি কে ২০ প্রো ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। তবে রেডমি কে ২০ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট, ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470