Just In
পপ-আপ সেলফি ক্যামেরা সহ কবে বাজারে আসছে রেডমি এক্স?
নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি তুঙ্গে। শিঘ্রই বাজারে আসছে শিয়াওমির পরবর্তী স্মার্টফোন রেডমি এক্স। এই ফোন থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। আগামী ১৪ মে চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে শাওমি। এইন ফোন সম্পর্কে বলার সময় রেডমি প্রধান লু ওয়েইবিং বলেন রেডমি এক্স ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।

লঞ্চের পরে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট সহ সবথেকে সস্তা স্মার্টফোনের তকমা পেতে চলেছে রেডমি এক্স। পোকো সিরিজের অধীনে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে শাওমি। ইতিমধ্যেই রেডমি প্রধান জানিয়েছেন চিনের বাজারে রেডমি এক্স নামে বাজারে আসবে এই স্মার্টফোন।
শাওমি রেডমি এক্স ফোনে থাকবে পপ-আপ ক্যামেরা ডিজাইন। এর সাথেই থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, 8 GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন।
এছাড়াও রেডমি এক্স ফোনে থাকতে পারে ট্রিপল রিয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল সেন্সার থাকার বকথা জানা গিয়েছে। সাথে থাকবে একটি ৮ মেগাপিক্সেল আর একটি ১৩ মেগাপিক্সেল সেন্সার। রেডমি এক্স ফোনে থাকবে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচ ডি + ডিসপ্লে।
১৪ মে চিনে লঞ্চ হবে রেডমি এক্স। একই দিনে বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হবে ওয়ানপ্লাস ৭ প্রো।
এপ্রিল মাসে ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল শাওমি। রেডমি ওয়াই ৩ এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে রেডমি ৭ এর দাম শুরু হচ্ছে ৭,৯৯৯ টাকা থেকে। দুটি ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট, ডুয়াল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470