Just In
হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করেও ডেটা বাঁচাবেন কীভাবে?
করোনা অতিমারির সময় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও বেড়েছে এই সময়েই বহু ছাত্র-ছাত্রী অনলাইনে ক্লাস শুরু করেছে। আর বেশিরভাগ অনলাইন ক্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোমের জামানায় বেশিরভাগ অফিসের মিটিং চলছে হোয়াটসঅ্যাপেই। তাই প্রতিদিনই অনেকটা সময় স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করতে হচ্ছে। যদিও প্রিপেড প্ল্যানে প্রতিদিন ডেটা ব্যবহারের সীমা রয়েছে। এই কারণেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কলে ডেটা বাঁচাতে পারলে অনেকের দৈনন্দিন জীবনে উপকার হবে।

কিন্তু ভয়েস ও ভিডিও কলেই সব থেকে বেশি ডেটার প্রয়োজন হয়। ঘণ্টার পর ঘণ্টা হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করেও ডেটা বাঁচাবেন কীভাবে? দেখে নিন উপায়।
এই কাজে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল থাকতে হবে। তাই প্রথমেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিন।
প্রথমেই নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।
এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। এর পরে সিলেক্ট করুন সেটিংস।
এবার সিলেক্ট করুন "স্টোরেজ অ্যান্ড ডেটা" অপশন।
এখানে "ইউজ লেস ডেটা ফর কলস” অপশন এনেবেল করে দিন।
অ্যানড্রয়েড ফোনে এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কলে ডেটা ব্যবহার কমালেও আইফোনেও একই উপায় অবলম্বন করতে হবে। শুধু সেটিংস ওপেন করার পদ্ধতি আলাদা হবে।
তবে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলে ডেটা ব্যবহার নিয়ন্ত্রণ করলে অনেক সময় কলের গুণমানে তাঁর প্রভাব পড়ে। বিশেষ করে ভিডিও কলের সময় এই অপশন এনেবেল করলে কলের ভিডিও সুই পাশেই ঝাপসা দেখাতে পারে। তবে আপনি যদি সারাদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে এই অপশনে দিনের শেষে বেশ কিছুটা ডেটা বাঁচাতে পারবেন, যা অন্য কাজে লাগানো সম্ভব হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086