Just In
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 21 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 22 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
- 24 hrs ago
নতুন প্ল্যান নিয়ে এল জিও, কত বেশি খরচ হবে?
Don't Miss
অগাস্টে অনুষ্ঠিত হবে রিলায়েন্স জিওর বার্ষিক সাধারন সভা
২০১৬ সালের পর থেকে ভারতের টেলিকম বাজারে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। শুধুমাত্র হাই স্পিড ৪জি সার্ভিস নয় অবিশ্বাস্য দামে একের পর এক প্ল্যান নিয়ে এসে গোটা দেশের মানুষকে চলকে দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই মুহুর্তে গোটা দেশে একাধিক নতুন সার্ভিস লঞ্চের পরিকল্পনা করতে চলেছে জিও।
প্রত্যেক বছর কোম্পানির বার্ষিক সাধারন সভায় একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষনা করেন রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি। গত বছর কোম্পানির ৪১ তম মার্ষিক সাধারন সভার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা গিগাফাইবার এর ঘোষনা করেছিলেন মুকেশ। এর পরে গোটা বছর ধরে এই পরিষেবা পরীক্ষামুলকভাবে চলার একাধিক রিপোর্ট সামনে এসেছে। তবে এখনও এই ব্রডব্যান্ড পরিষেবার প্ল্যান সম্পর্কে মুখ খোলেনি মুম্বাই এর কোম্পানিটি। ২০১৯ সালের বার্ষিক সাধারন সভায় সেই বিষয়ে কথা বলতে পারেন কোম্পানির প্রধান।
সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স জানিয়েছে ১২ অগাস্ট কোম্পানির ৪২ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে। গত কয়েক বছরে এই অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষনা করেছিল জিও। এই বছরের বার্ষিক সাধারন সভাও তার ব্যতিক্রম হবে না। প্রায় এক বছর ধরে গোটা দেশের একাধিক শহরে পরীক্ষামুলকভাবে জিও গিগাফাইবার পরিষেবা শুরু হয়েছে। ১২ অগাস্ট গিগাফাইবারের দাম ও অন্যান্য ঘোষনা করতে পারেন মুকেশ আম্বানি। সেই সাথেই বাণিজ্যিকভাবে লঞ্চ হতে পারে জিও গিগাফাইবার।
এতদিন জিও গিগাফাইবার কানেকশান নিতে ৪,৫০০ টাকা খরচ হচ্ছিল। সেই প্ল্যানের সাথে একটি ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই ওএনটি ডিভাইস দিচ্ছে জিও। সেই ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। নতুন প্ল্যানে মাত্র ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটে গিগাফাইবার কানেকশন পাওয়া যাবে।
নতুন এই ওএনটি তে থাকছে একটি ইথারনেট পোর্ট। সাথে থাকছে একটি আরজে ৪৫, একটি আরজে ১১ আর একটি ইউএসবি পোর্ট। জিও গিগাফাইবার এর সাথে মাসে ১১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090