Just In
- 28 min ago
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 21 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 22 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
Don't Miss
পুজোর মধ্যেই দুর্দান্ত সেল নিয়ে এল রিলায়েন্স ডিজিটাল
বিজয়া দশমী উপলক্ষ্যে রিলায়েন্স জিও আর মাই জিও থেকে ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। সব শরনের প্রোডাক্টে ১৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সাথে অ্যাকসেসারিজে থাকছে ১০ শতাংশ ছাড়। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই সময়ে কেনাকাটা করলে সৌভাগ্যবান গ্রাহক ১ কিলোগ্রাম সোনা, বিলাশবহুল গাড়ি, এইইডি টিভি, ল্যাপটপ ও আইফোন জিতে নিতে পারবেন।
এছাড়াও এই সেলে কেনাকাটা করলে প্রত্যেক গ্রাহক আজিও কুপন আর ৬ মাস জিওসাভান প্রো সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এর সাথেই থাকছেআকর্ষনীয় ইএমআই।
টেলিভিশন, হোম অ্যাপলায়েন্স, মোবাইল ফোন, ল্যাপটপ আর অ্যাকসেসারিজে এই অফার প্রযোজ্য হবে। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর মাই জিও আর রিলায়েন্স জিও আউটলেট থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। গোটা দেশের সব আউটলেট থগেকে উৎসবের সেলের সুযোগ নিতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি জিওফোনের দাম কমিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। ১,৫০০ টাকার পরিবর্তে ৬৯৯ টাকায় জিওফোন কেনা যাচ্ছে। এই অফারে জিওফোন কিনলে ৭০০ টাকার ডেটা সুবিধা পাবেন গ্রাহক। ফোন কেনার পরে প্রথম সাতটা রিচার্জের সাথে ৯৯ টাকার ডেটা যোগ করে দেবে কোম্পানি।
“জিওএ যে কোন আক্রমণাত্মক অফার এয়ারটেল ও ভোডাফোনের জন্য খারাপ খবর।নতুন অফার লঞ্চ করে ফিচার ফোন বাজারে জমি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিও।”
জিওফোনে রয়েছে কাইওএস অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকছে ১.২ গিগা হার্তজ ডুয়াল কোর প্রসেসার, ৫১২ এমবি র্যাম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই জিও ফোনে রয়েছে মাইক্রো এসডি সাপোর্ট আত ২,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
২২ টি প্রাদেশিক ভাষায় জিওফোন ব্যবহার করা যায়। এর সাথে জিওফোনে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এছাড়াও জিওফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, গুগল ম্যাপস, জিও সিনেমা, জিও মিউজিক, জিও টিভি জিও নিউজ অ্যাপগুলি ব্যবহার করা যায়।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090