Just In
Don't Miss
জিও ক্রিকেট প্যাক: কী সুবিধা পাওয়া যাচ্ছে?
পুরো দমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অনেকেই নিজের জিও কানেকশান থেকে নিয়মিত খেলা দেখছে। কিন্তু দিনের 1GB বা 1.5GB ডেটায় পুরো খেলা যদেখা যাচ্ছে না। তাই অনেকেই খেলার মাঝে ডেটা বাঁচাতে কিছু সময় খেলা দেখা বন্ধ রাখছেন। এই সমস্যার হার থেকে মুক্তি দিতে নতুন ক্রিকেট প্ল্যান নিয়ে হাজির হল জিও।
২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় ২৫১ টাকা ডেয়াট প্যাক নিয়ে এসেছিল জিও। এই বছর আইপিএল এর সময়েও এই অফার ফিরিয়ে আনলো মুকেশ আম্বানির কোম্পানি। জিও ক্রিকেট সিজন প্যাকে দিনে 2GB অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন। অর্থাৎ ২৫১ টাকায় মোট 102GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।
জিও টিভি অথবা হটস্টার ব্যবহার করে যে সব গ্রাহক লাইভ ক্রিকেট দেখতে চান তাদের জন্য বিশেষ ভাবে এই প্যাক নিয়ে এসেছে জিও। ইতিমধ্যেই আপনার কোন প্ল্যান অ্যাক্টিভ থাকলে সেই প্ল্যানের উপরে এই প্ল্যানে ব্যবহার করা যাবে। যেমন ধরুন আপনি যদি দিনে 1GB বা 1.5GB ডেটার প্ল্যান ব্যবহার করেন এবং রোজ খেলার দেখার সময় আপনার ডেটা শেষ হয়ে যায় তবে নতুন রিচার্জে দিনের ডেটা শেষ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত 2GB হাই স্পিড ডেটা পাওয়া যাবে। 2GB ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে।
তবে এই প্ল্যাকের সাথে কোন ভয়েস অথবা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। রোজ রাত ১২ টা থেকে ১ টার মধ্যে এই প্যাক রিনিউ হবে। এই বিষয়ে বিশদে জানতে মাই জিও অ্যাপ অথবা জিও নম্বর থেকে ১৯৯১ নম্বরে কল করুন।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790