Just In
মাত্র ৬০০ টাকায় টিভি, ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড দেবে জিও
অনেক দিন ধরেই জিও গিগাফাইবার লঞ্চের তোড়জোড় চলছে। গত বছর অগাস্ট মাসে কোম্পানির এই ফাইবার ব্রডব্যান্ড কানেকশানের ঘোষণা করেছিলেন রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি। ইতিমধ্যেই গোটা দেশে একাধিক শহরে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হলেও এখনও বাণিজ্যিক ভাবে গিগাফাইবার কানেকশান শুরু করেনি জিও। তাই এই পরিষেবা ব্যবহারে কত খরচ হবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। এবার নতুন মিডিয়া রিপোর্টে জিও গিগাফাইব্যবহার ব্যবহারে কত খরচ হবে তা জানা গিয়েছে।

জিও গিগাফাইবার ব্রডব্যান্ড কানেকশানের সাথে বিনামূল্যে লাইভ টিভি ল্যান্ডলাইন কানেকশান দেবে জিও। জিও টিভি ব্যবহারের জন্য একটি আলাদা টিভি বক্স কিনতে হবে গ্রাহককে। সেখানে বিনামূল্যে সব চ্যানেল দেখা যাবে। এছাড়াও একটি ল্যান্ডলাইন কানেকশান দেওয়া হবে। সেখান থেকে বিনামূল্যে লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। জিও গিগাফাইবার ব্রডব্যান্ড কানেকশানে ১জিবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই তিনটি পরিষেবা একসাথে ব্যবহারের বেস প্যাকের দাম মাসে ৬০০ টাকা। সম্প্রতি এই রিপোর্তে এই খবর প্রকাশিত হয়েছে।
জিও গিগাফাইবার কানেকশান নিতে একটি রাউটার কিনতে হবে গ্রাহককে। এই রাউটারের দাম ২৪০০ টাকা। এই রাউটারের সাথে ৪০ টি ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে।
তবে এই তিনটি পরিষেবার সাথেই স্মার্ট হোম পরিষেবা নিয়ে আসছে গুগল। এই স্মার্ট হোম পরিষেবা ব্যবহারের জন্য মাসে ১০০০ টাকা খরচ হবে। এই পরিষেবায় স্মার্টফোন থেকেই গোটা বাড়ির সব ধরনের কানেকশান নিয়ন্ত্রণ করা যাবে।
মোবাইল নেটওয়ার্কের মতোই ব্রডব্যান্ড দুনিয়াতেও ঝড় তুলতে চাইছেন মুকেশ আম্বানি। অনেক দিন ধরেই এই পরিশেবা লঞ্চের কানাঘুষো চলছে। গত বছর অফাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভার এই পরিষেবা লঞ্চের ঘোষণা করেছেন রিলায়েন্স গোষ্ঠীর চ্যেয়ারম্যান মুকেশ আম্বানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470