জিওফোন এ দুর্দান্ত অফার, দেখে নিন

By Gizbot Bureau
|

দোল উৎসব উপলক্ষে জিওফোন এ দুর্দান্ত অফার নিয়ে এল জিও। এই অফারে কোম্পানির ৪জি ফিচার কিনতে ১,৫০০ টাকার পরিবর্তে ১,০৯৫ টাকা খরচ হবে। জিও ওয়েবসাইটে জানানো হয়েছে এই অফারে আনলিমিটেড কল এর সাথেই গ্রাহক 84GB ডেটা বিনামূল্যে পাবেন।

জিওফোন এ দুর্দান্ত অফার, দেখে নিন

১৬৮ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে গ্রাহক রোজ 500MB ডেটা ব্যবহার করতে পারবেন। ২৮ দিন ভ্যালিডিটির ছয়টি কুপল পাওয়া যাবে এই প্যাকে। দৈনিক ডেটা শেষ হলে স্পিড কমে যাবে।

জিওফোনে বিভিন্ন প্ল্যানগুলি দেখে নিন।

জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান

৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 1GB ডাটা পাবেন। সাথে থাকছে এনলিমিটেড কল আর মোট ৫০টি SMS এর সুবিধা ৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান

৯৯ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহক মোট 14GB ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ 500MB ডাটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ৩০০ টি SMS। ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিওফোনের ১৫৩ টাকা প্রিপেড প্ল্যান

এটি জিওফোনের সব থেকে দামী প্ল্যান। ১৫৩ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 42GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দিনে সর্বোচ্চ 1.5GB ডাটা ব্যভার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। ১৫৩ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিওফোনের ২৯৭ টাকা প্রিপেড প্ল্যান

২৯৭ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহক মোট 42GB ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ 500MB ডাটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ৩০০ টি SMS। ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

জিওফোনের ৫৯৪ টাকা প্রিপেড প্ল্যান

৫৯৪ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহক মোট 84GB ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ 500MB ডাটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ৩০০ টি SMS। ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ১৬৮ দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Under Reliance Jio's scheme, if a customer buys Jiophone under the exchange offer, he/she gets benefits worth Rs. 594.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X