Just In
- 12 hrs ago
অবিশ্বাস্য দামে বাজারে আসছে জিওর ল্যাপটপ জিওবুক! দেখে নিন সম্ভাব্য ফিচার
- 2 days ago
ডেক্সটপ থেকেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে এল হোয়াটসঅ্যাপ
- 3 days ago
পকেটে আইফোন বিস্ফোরণ, আদালতে ক্ষতিপূরণ দাবি গ্রাহকের
- 4 days ago
স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করবেন কীভাবে?
Don't Miss
চিন নয়, এই দেশে তৈরী হবে জিওর পরবর্তী স্মার্টফোন
একটি মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে বাজারে পরবর্তী ফোন নিয়ে আসার পরিকল্পনা করছে জিও। সম্প্রতি ইন্টারনেটে একাধিক রিপোর্টে জানা গিয়েছে একটি মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে পরবর্তী স্মার্টফোন নিয়ে আসছে মুকেশের কোম্পান্মি। রিলায়েন্স জিওর এই ডিল সম্পর্কে সব খবরে চোখ রাখা যাক।
সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছে মার্কিন স্মার্টফোন কোম্পানি 'ফ্লেক্স’ এর সাথে হাত মিলিয়ে ভারতে স্মার্টফোন আনতে চাইছে জিও। এই বিষয়ে ইতিমধ্যেই কথা শুরু করেছে মুম্বাইয়ের কোম্পানিটি। ইকনিমিক টাইমসে এক রিপোর্টে এক সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, “শিঘ্রই স্মার্টফোনের একটি বড় অর্ডার দিতে চলেছে জিও। এই অর্ডার বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।”
ফিচার ফোন গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দিতে এই স্মার্টফোন নিয়ে আসতে চলেছে জিও। এই মুহুর্তে সারা দেশে ৫০০ মিলিয়ান গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন। কম দামে এই গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দেওয়াই লক্ষ্য জিওর।
ইতিমধ্যেই মার্কিন কোম্পানি ফ্লেক্সের চেন্নাইতে কারখানা রয়েছে। এই কারখানায় ফোন তৈরী করলে সরকারের নিয়ম অনুযায়ী করে ছাড় পাবে জিও। এই কারখানায় মাসে ৪০ – ৫০ লক্ষ স্মার্টফোন তৈরী করা যাবে।
তবে শুধু ডাতা দিলেই হবে না। এই ফোন বিক্রি করলে জিওকে ফোনের সার্ভিসে নজর দিতে হবে। নয়ত এই ফোন থেকে নজর সরিয়ে নিতে পারেন গ্রাহক।
ভারতে বেশিরভাগ গ্রাহকের পুরনো স্মার্টফোন ফেলে নতুন স্মার্টফোন কেনার কারন ভাঙা স্ক্রিন। তাই জিও যদি গ্রাহককে কম দামে ভাঙা স্ক্রিন সারিয়ে দিতে পারে তাহলে এই ফোন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
তবে এই খবর নিঃসন্দেহে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া শিবিরে আতঙ্কের সৃষ্টি করবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190