Just In
Don't Miss
মাসে ৬০০ টাকায় ব্রডব্যান্ড, টিভি ও ল্যান্ডলাইন কানেকশান দেবে জিও
এখনও বাণিজ্যিক ভাবে শুরু হয়নি জিও গিগাফাইবার। এই কানেকশানের জন্য গত কয়েক মাস ধরেই অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। টেলিকম দুনিয়ার মতো ব্রোডব্যান্ড দুনিয়াতেও চমক নিয়ে আসতে পারেন মুকেশ আম্বানি। এবার জিও গিগাফাইবার এর জন্য ট্রিপল পে প্ল্যান নিয়ে এল জিও। ট্রিপল পে প্ল্যান ব্যবহার করে এক একসাথে ব্রডব্যান্ড, হোম টিভি আর জিও অ্যাপস ব্যবহার করা যাবে। একাধিক শহরে ইতিমধ্যেই জিও গিগাফাইবার কানেওশান দেওয়া শুরু হলেও এখনও এই কানেকশানে কত খরচ হবে সেই বিষয়ে মুখ খোলেনি মুকেশ আম্বানির কোম্পানি।
টেলিকম টক ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই ট্রিপল পে প্ল্যান পরীক্ষামুলকভাবে শুরু করেছে জিও। এখন শুধুমাত্র জিও কর্মীরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। গিগাফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে এই প্ল্যান দেখা যাবে। আপাতত ২৮ দিন ভ্যালিডিটির একটি মাত্র প্ল্যান দেখা যাচ্ছে। এই প্ল্যানে হাই স্পিডে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে হোম টিভি আর জিও অ্যাপ সাবস্ক্রিপশান। এই তিন পরিষেবা একসাথে ব্যবহারের জন্য মাসে ৬০০ টাকা খরচ হবে।
অনেক দিন ধরেই জিও গিগাফাইবারের সাথে জিও হোম টিভি কানেকশান দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এতদিন সেই কানেকশান কোথাও দেখা যায়নি। এই প্রথম হোম টিভির অস্তিত্ব চোখে পড়ল। আপাতত কর্মীদের সাথে হোম টিভি পরিষেবা পরীক্ষামুলকভাবে শুরু করবে জিও। পরে গিগাফাইবার গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছাবে।
কোম্পানির কর্মী ছাড়াও সাধারন মানুষের কাছে কবে ট্রিপল পে প্ল্যান পৌঁছাবে তা জানা যায়নি। কবে বাণিজ্যিক ভাবে জিও গিগাফাইবার কানেকশান চালু হবে জানা যায়নি সেই তথ্য।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190