Just In
Don't Miss
জিও অফার: বিশ্বকাপ ক্রিকেটউপলক্ষ্যে বিশেষ ডেটা প্যাক নিয়ে এল জিও
ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন ডেটা প্যাক নিয়ে এল জিও। ২৫১ টাকার নতুন প্যাকে ১০২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন।
ইতিমধ্যেই বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাচ্ছেন জিও গ্রাহকরা। এই রিচার্জের ফলে খেলা দেখার বিপুল পরিমান ডেটা ব্যবহারে সুবিধা হবে গ্রাহকের।
বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার জন্য হটস্টারে ৩৬৫ টাকা সাবস্ক্রিপশান থাকা বাধ্যতামুলক। জিও গ্রাহকরা এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। অন্য কোন টেলিকম অপারেটার গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে না।
এর সাথেই বিশ্বকাপ দেখার জন্য ২৫১ টাকার বিশেষ ডেটা প্যাক নিয়ে এসেছে জিও। এর ফলে গ্রাহকরা খেলা দেখার জন্য অতিরিক্ত ডেটা পাবেন। জিও টিভি অ্যাপ থেকে খেলার লিঙ্কে ক্লিক করলে হটস্টার ওপেন হইয়ে যাবে। এর পরে সরাসরি বিশ্বকাপের খেলা দেখতে পাবেন গ্রাহকরা।
২৫১ টাকায় জিও ক্রিকেট সিসজন স্পেশান ডেটা প্যাক পাওয়া যাচ্ছে। এই প্ল্যানেওর সাথে ১০২ জিবি ডেটা পাওয়া যাবে। প্যাকের ভ্যালিডিটি ৫১ দিন। তবে শুধুমাত্র খেলা দেখা নয়, ইন্টারনেটে সব ধরনের কাজ করতে এই ডেটা ব্যবহার করা যাবে।
এর ফলে জিও গ্রাহকরা সহজেই জিওটিভি অ্যাপ ব্যবহার করে হটস্টার থেকে সরাসরি বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখতে পাবেন। ম্যাচ দেখার স্ময় ডেটা শেষ হয়ে যাওয়ার চিন্তা থেকে বাঁচবেন গ্রাহকরা।
জিও গ্রাহকরা বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখবেন কিভাবে?
১। জিও টিভি অ্যাপ থেকে হটস্টার অ্যাপ ব্যবহার করে বিশকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে।
২। হটস্টার অ্যাপ এ আলাদা সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।
৩। জিও টিভি থেকে নিজে থেকে হটস্টার অ্যাপ এ চলে যাবে।
তবে বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ করে দিলেও এই সুবিধা নিতে গ্রাহককে ডেটা প্যাচ রিচার্জ করতে হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190