Just In
ডিসেম্বর থেকে বাধ্যতামূলক হচ্ছে আরএফআইডি সহ ফাস্ট্যাগ
১ ডিসেম্বর থেকে দেশের সব জাতীয় সড়কে টোল নেওয়ার জন্য নেওয়ার জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। দেশের সব ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি জাতীয় সড়কে টোল দিতে এই আরএফআইডি মডিউল থাকা বাধ্যতামূলক হয়েছে। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল আরও মসৃণ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই গোট দেশের টোল প্লাজায় ফাস্ট্যাগ কাউন্টার খোলা হয়েছে। যদিও নভেম্বর মাস পর্যন্ত টাকা ব্যবহার করেও টোল দেওয়া যাবে। ১ ডিসেম্বর থেকে সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে।

ফাস্ট্যাগ কী? এখনও যারা এই প্রশ্নের উত্তর জানেন না তাঁদের জন্য জানানো হচ্ছে, ফাস্ট্যাগ আসলে একটি আরএফআইডি মডিউল। গাড়ির উইন্ড স্ক্রিনে এই মডিউল লাগাতে হবে। এর ফলে টোল না থেমে টোল দেওয়া সম্ভব হবে।
ফাস্ট্যাগ কীভাবে কাজ করে?
টোল প্লাজার সামনে গেলেই গাড়ির উইন্ডস্রিনে আরএফআইডি স্ক্যান করে গাড়ির জন্য কত টোল হবে সেই হিসাব হয়ে যাবে। ফাস্ট্যাগ অ্যাকাউন্টে আপনাকে রিচার্জ করে রাখতে হবে। এবার প্রিপেড অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে। পেমেন্ট শেষ হলে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস পৌঁছে যাবে।
গোটা দেশের বিভিন্ন ব্যাঙ্ক, আইএইচএমএল, এনএইচএআই থেকে অনলাইনে ও অফলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে এই সব জায়গায় ফাস্ট্যাগ কেনা যাবে।
- আইসিআইসিআই ব্যাংক
- এসবিআই ব্যাংক
- এক্সিস ব্যাংক
- এইচডিএফসি ব্যাংক
- করুর বৈশ্য ব্যাংক
- সিন্ডিকেট ব্যাংক
- ফেডারাল ব্যাংক
- সরস্বত ব্যাংক
- দক্ষিণ ভারতীয় ব্যাংক
- আইডিএফসি ব্যাংক
- ইক্যুইটাস ব্যাংক
- পেটিএম পেমেন্ট ব্যাংক
- আমাজন ইন্ডিয়া ওয়েবসাইট
আমাজন থেকে ফাস্ট্যাগ কেনার সময় সেলারের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। যদিও ফাস্ট্যাগ ব্যবহার শুরু করতে কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই জন্য প্রয়োজন গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র আর একটি ছবি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470