Just In
৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এম৩১
গ্যালাক্সি এম সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং। ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩১। নতুন এই ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। সম্প্রতি নতুন ফোন লঞ্চের দিন প্রকাশ করে একাধিক স্পেসিফিকেশন সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩১ -এ থাকবে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের পিছনে ক্যামেরায় থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকতে চলেছে একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি। পোকো এক্স২ ও রিয়েলমি এক্স২ এর সঙ্গে প্রতিযোগিতায় ভারতে এই ফোন নিয়ে আসতে চলেছে স্যামসাং।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩১ -এ অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনের ভিতরে থাকবে এক্সিনোস ৯৬১১ চিপসেট। সঙ্গে থাকবে ৬গব র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। গিগবেঞ্চ বেঞ্চমার্কিংয়ে সিঙ্গেল কোর টেস্টে এই ফোন ৩৪৮ স্কোর করেছে। মাল্টি কোরে টেস্টে এই ফোন পেয়েছে ১২১৪।
এই মুহূর্তে ৯,৬৪৯ টাকা দামে ভারতে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম৩০। এই ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা কোর এক্সিনোস ৭৯০৪ চিপসেট। সঙ্গে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ফাস্ট চার্জ সাপোর্ট।
গ্যালাক্সি এম৩০ ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই এই ক্যামেরায় রয়েছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
গ্যালাক্সি এম৩১ ছাড়াও শীঘ্রই এই সিরিজে লঞ্চ হবে গ্যালাক্সি এম১১, গ্যালাক্সি এম২১ ও গ্যালাক্সি এম৪১ এর মতো ফোনগুলি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470