Just In
একাধিক ডিসপ্লে সাইজে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি নোট ১০
ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। মার্চ মাসে ভারতে এসেছে এই স্মার্টফোনগুলি। এবার কোম্পানির ফ্যাবলেট সিরিজ Galaxy Note 10 লঞ্চের তোড়জোর শুরু করল স্যামসাং। এতদিন গ্যালাক্সি নোট সিরিজে বছরে একটি করে ফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ২০১৯ সালে গ্যালাক্সি নোট ১০ সিরিজে লঞ্চ হতে পারে দুটি সাইজের স্মার্টফোন। এই খবর সত্যি হলে এই প্রথম এক বছরে গ্যালাক্সি নোট ১০ সিরিজে একাধিক স্মার্টফোন লঞ্চ হবে।

এই বছর প্রথম তুলনামুলক ছোট সাইজে লঞ্চ হয়েছে Galaxy S10e স্মার্টফোন। একই পথে হেঁটে Galaxy Note 10e লঞ্চ করতে পারে স্যামসাং। নতুন এই ফোনে Galaxy Note 10 ফনের তুলনায় ছোট ডিসপ্লে ব্যবহার হ[তে পারে।
বড় ডিসপ্লের স্মার্টফোন বাজার ক্রমশ জনপ্রিয় হলেও ৫ ইঞ্চি বা তার ছোট ডিসপ্লের ফোনের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। অন্য কোন নামী কোম্পানি এই মুহুর্তে ফ্ল্যাগশিপ সেগমেন্টে ছোট ফোন লঞ্চ করছে না। গত বছর লঞ্চ হয়েহিল iPhone XR। সেই পথে হেঁটে এই বছর স্যামসাং এর বাজি গ্যালাক্সি এস১০ই। এবার এক ধাপ এগিয়ে নোট সিরিজেও তুলনামুলক ছোট ফোন নিয়ে আসছে বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল গ্যালাক্সি নোট ১০ ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনের মডেল নম্বর SM-N975F। গ্যালাক্সি নোট ১০ এর সাথেই ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold লঞ্চ করতে পারে Samsung।
গ্যালাক্সি নোট সিরিজের পরবর্তী মডেল থেকে বাদ যেতে পারে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। সম্প্রতি এক রিপোর্টে এই খবর জানা গিয়েছিল। খবর সত্যি হলে এই প্রথম কোন স্যামসাং ফোন থেকে ৩.৫ মিমি অডিও জ্যাক বাদ যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470