Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
মোটরোলাকে টেক্কা দিতে নতুন ফোল্ডেবল ফোন আনল স্যামসাং
২০১৯ সালে লঞ্চ হয়েছিল স্যামসাং-এর প্রথম ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড। সেই ফোনে পাশাপাশি ডিসপ্লে ভাঁজ খুলে ব্যবহার করা যায়। সম্প্রতি ফ্লিপ ফোনের ডিজাইনে লঞ্চ হয়েছে আইকনিক মোটরোলা রেজার। সেই ফোনকে টেক্কা দিতে মঙ্গলবার বাজারে এল স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ। ফ্লিপ ফোনের মতো আড়াআড়ি ভাঁজ হয় ফোনটি। ক্যামশেল ডিজাইনের এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ-এর দাম
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ-এর দাম ১,৩৮০ মার্কিন ডলার (প্রায় ৯৮,৫০০ টাকা)। ১৪ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে। ভারতে কবে এই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি কোম্পানিটি।
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ -এ রয়েছে একটি ৬.৭ ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে হোল-পাঞ্চ। সেখানে রয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদিও এই ফোনের ডিসপ্লের ভাঁজ কিছুটা খুলে ফ্লেক্স মোডে ব্যবহার করা যাবে গ্যালাক্সি যেড ফ্লিপ। এই মোডে ডিসপ্লের দুই ভাগে প্রথম দুটি অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে।
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ -এ একটি অজানা ৯ ন্যানোমিটার চিপসেট ব্যবহার করেছে স্যামসাং। এই ফোনের ভিতরে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। নতুন ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ওয়ান ইউআই স্কিন চলবে। ফোনের বাইরে রয়েছে একটি ১.১ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ৩,৩০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি যেড ফ্লিপ-এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। কোম্পানির দাবি ২ লক্ষ বার এই ফোনের ডিসপ্লে ওপেন করলেও হিঞ্জে কোন ক্ষতি হবে না।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190