Just In
কেন ছোট শহরগুলিতে ডিজিটাল হাউজিং এর জনপ্রিয়তা বাড়ছে?
গত কয়েক বছরে জিও এসে ঘরে ঘরে ৪জি ইন্টারনেট পৌঁছে গিয়েছে। জিও আসার পর থেকে যে ডেটার বিপ্লব শুরু হয়েছিল তার হলেই এবার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলিতে ডিজিটাল হাউজিং শুরু হতে চলেছে। আগে শুধুমাত্র বড় শহরহুলিতে এই ধরনের হাউজিং দেখা গেলেও এবার ছোট শহরগুলিতেও ডিজিটাল হাউজিং পৌঁছাতে শুরু করেছে। ডেটার দাম ক্রমশ কমতে থাকায় মফস্বলে মোবাইল ইন্টারনেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই কারনেই ছোট শহগুলিতেও নতুন এই হাউজিং তৈরী শুরু হয়েছে।

এই বিষয়ে কথা বলার সময় দিল্লির এক রিয়েল এস্টেট কোম্পানির প্রধান অঙ্কুর ধাওয়ান জানিয়েছেন, “ডিজিটাল হাউজিং এর জনপ্রিয়তার জন্য সব কৃতিত্ব টেলিকম কোম্পানিগুলিকে দেব। গত কয়েক বছরে ডেটার দাম অবিশ্বাস্যভাবে কোমে যাওয়ায় হুহু করে নতুন স্মার্টফোন বিক্রি হয়েছে। শুধুমাত্র বড় শহরগুলিতেই নয় ছোট শহরেও পাল্লা দিয়ে ডেটার দাম কমার সাথেই স্মার্টফোন বিক্রি বেড়েছে।” তিনি বলেন, “কয়েক বছর আগেও ২০,০০০ টাকার স্মার্টফোনে হাতে গোনা ফিচার থাকতো। এখন ৪,০০০ টাকার ফোনেও তার থেকে বেশি ফিচার থাকে। তএ ইন্টারনেট কানেকশান ছাড়া স্মার্টফোনের কন দাম নেই। জিও বাজারে আসার পর থেকেই ৪জি ইন্টারনেটের দাম হুহু করে কমেছে।”
ধাওয়ান আরও বলেন, “জিও শুধু যে নিজেদের ড্ডেটার দাম কমিয়েছে তাই নয়, অন্য টেলিকম অপারেটারদের ডেটার দাম কমাতে বাধ্য করেছে রিলায়েন্স জিও। এর ফলে দেশের ছোট শহরগুলিতে আরও বেশি মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন।”
অন্য এক রিয়েল এস্টেট গ্রুপের প্রধান অঙ্কুশ ত্যাগী জানিয়েছেন, “তরুন প্রজন্ম নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। কম দামে তা পাওয়া গেলে তো আর কথাই নেই। স্মার্টফোন এক আদর্শ উদাহরন।”
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470