Just In
Don't Miss
প্রাদেষিক ভাষার চ্যানেলের দাম ঢেলে সাজাল টাটা স্কাই
ট্রাই এর নতুন নিয়মের পরে ডিটিএইচ দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। সব কোম্পানি নিজের গ্রাহক ধরে রাখতে ও নতুন গ্রাহক টানতে একের পর এক প্যাক নিয়ে হাজির হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ ব্যাক ইংরাজি ও হিন্দি চ্যানেলের জন্য হলেও সম্প্রতি প্রাদেশিক ভাষায় একগুচ্ছ প্যাকের দাম ঢেলে সাজিয়েছে টাটা স্কাই।
গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম ও হিন্দি ভাষার চ্যানেলের দাম ঢেলে সাজানো হয়েছে। মোট 25 টি প্রাদেশিক ভাষার চ্যানেলে প্যাকের দাম পরিবর্তন করেছে টাটা স্কাই। তবে বাংলা চ্যানেলের দাম পরিবর্তন হয়নি। সম্প্রতি শুধুমাত্র বাঙালি গ্রাহকদের জন্য চারটি নতুন প্যাক নিয়ে এসেছে টাটাস্কাই। এর মধ্যে দুটি ভ্যালু প্যাক অন্য দুটি প্রিমিয়াম প্যাক। তবে দুটি প্যাকেই হোন হাই ডেফিনেশান চ্যানেল দেখা যাবে না।
স্টার বাংলা ভ্যালু প্যাক এ তে থাকছে ১৪ টি চ্যানেল। এই প্যাক দেখার খরচ ৪৯ টাকা। ট্যাক্স দিয়ে খরচ হবে ৫৭.৮ টাকা। ন্যাশানাল জিগ্রাফিক স্টার গোল্ড, জলসা মুভিস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩ সহ একাধিক চ্যানএল দেখা যাবে এই প্ল্যানে।
স্টার বাংলা ভ্যালু প্যাক বি তে থাকছে ১৪ টি চ্যানেল। এই প্যাক দেখার খরচ ৪৯ টাকা। ট্যাক্স দিয়ে খরচ হবে ৫৭.৮ টাকা। স্টার ভ্যালু বি তে স্টার স্পোর্টস ১ হিন্দি দেখা যাবে অন্যদিকে স্টার ভ্যালু এ তে দেখা যাবে স্টার স্পোর্টস ১। এই দুই প্যাকের অন্য সব চ্যানেল এক।
দুটি ভ্যালু প্যাকের সাথেই দুটি প্রিমিয়াম প্যাক লঞ্চ করেছে স্টার। স্টার বাংলা প্রমিয়াম এ দেখতে ৭৯ টাকা খরচ হবে। ট্যাক্স দিয়ে খরচ হবে ৯৩.২ টাকা। মোট ১৭ টি চ্যানেল দেখা যাবে এই প্যাকে। থাকছে ন্যাট জিও ওয়াইল্ড, ফক্স লাইফ, ন্যাশানাল জিওগ্রাফিক, স্টার গোল্ড সিলেক্ট, স্টার স্পোর্টস ১ স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩ সহ একাধিক চ্যানেল।
স্টার বাংলা প্রিমিয়াম বি প্যাকদেখতে ৭৯ টাকা খরচ হবে। ট্যাক্স দিয়ে খরচ হবে ৯৩.২ টাকা। মোট ১৭ টি চ্যানেল দেখা যাবে এই প্যাকে। থাকছে ন্যাট জিও ওয়াইল্ড, ফক্স লাইফ, ন্যাশানাল জিওগ্রাফিক, স্টার গোল্ড সিলেক্ট, স্টার স্পোর্টস ১ স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩ সহ একাধিক চ্যানেল। তবে স্টার প্রিমিয়াম এ প্যাকে স্টার স্পোর্টস হিন্দি দেখা গেলেও স্টার প্রিমিয়াম বি প্যাকে স্টার স্পোর্টস ১ বাংলা দেখা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190