Just In
আসছে জিও গিগাফাইবার কানেকশান: সব অজানা তথ্য
২০১৮ সালের বার্ষিক সাধারন সভায় জিওর ব্রডব্যান্ড সার্ভিস গিগাফাইবারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। ইতিমধ্যেই ২০১৯ সাল শুরু হয়েছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সারা ভারতে একাধিক যায়গায় বিনামূল্যে গিগাফাইবারের ট্রায়াল শুরু হয়েছে। মুম্বাই ও দিল্লিয়ে কয়েক হাজার গ্রাহক ইতিমধ্যেই বিনামূল্যে জিও গিগাফাইবার ব্যবহার শুরু করেছেন।

গিগা ফাইবার জিওর ফাইবার টু হোম ব্রডব্যান্ড সার্ভিস। এই সার্ভিসে গ্রাহকের বাড়িত্তে ব্রডব্যান্ড কানেকশানের সাথে যাবে গিগা টিভি আর স্মার্ট হোম পরিষেবা। গিগা টিভি সেট টপ বক্স ব্যবহার করে গিগাফাইবারের মাধ্যমে গিগা টিভি দেখা যাবে। গিগাফাইবার কানেকশানে সর্বোচ্চ 1Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে।
আলাদা কোম্পানি হিসাবে কোম্পানির ফাইবার সম্পত্তির হাত ধরে কোম্পানির ব্যালেন্স শিটের হিসাব মেলাতে চাইছে কোম্পানি। দেখে নিন এই সংক্রান্ত সব তথ্য।
১। লগ্নিকারি খুঁজতে সিটি, আইসিআইসিআই এর মতো ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই কাজ চলছে।
২। কোম্পানির ফাইবার সম্পত্তির পরিমান ৬০০ থেকে ৮০০ কোটি ডলার।
৩। আগামী আর্থিক বছরে এই কাজ শেষ হবে।
৪। এই মুহুর্তে সারা ভারতে কোম্পানির ২২০,০০০ টি টাওয়ার রয়েছে।
৫। ৩০০,০০০ কিমি ফাইবার কেবেল নেটওয়ার্ক তৈরী করেছে রিলায়েন্স জিও।
৬। ১৪০০ শহরে জিও গিগাফাইবার কানেকশান পাওয়া যাবে।
৭। এক কানেকশানে একাধিক সার্ভিস দেবে জিও গিগাফাইবার।
৮। ব্রডব্যান্ড ছাড়াই আইওটি সার্ভিস চালু করবে জিও।
৯। গত বছর ভারতের একাধিক কেবেল টি নেটওয়ার্ক কিনে নিয়েছিল রিলায়েন্স।
১০। প্রতিযোগিতায় টিকে থগাকতে ফাইবার কানেকশান নিয়ে আসছে এয়ারটেল ও ভোডাফোন।
১১। শুরুতে ৫ কোটি গ্রাহকের কাছে ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে রিলায়েন্স জিও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470