Just In
Don't Miss
দাম বাড়ার পরে কীভাবে বদলে গিয়েছে মোবাইল রিচার্জ?
ম্প্রতি মোবাইল ট্যারিফ বাড়িয়েছে সব বেসরকারি কোম্পানি। সব প্ল্যানের দাম কম বেশি ৪০ শতাংশ বেড়েছে। এর ফলে গ্রাহকের পকেট থেকে অনেকটা বেশি খরচ হচ্ছে। বিভিন্ন কোম্পানির সূত্র থেকে জানা গিয়েছে পকেটের চাপ কমাতে বেশিরভাগ গ্রাহক এখন লম্বা ভ্যালিডিটির পরিবর্তে কম ভ্যালিডিটির রিচার্জের দিকে ঝুঁকছেন।
অল্প ভ্যালিডিটি রিচার্জের ফলে অন্য কোম্পানি ভালো অফার দিলে জলদি নিজের নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করে নেওয়ার সুবিধা থাকছে। আগে যে সব গ্রাহক একবার রিচার্জের পরে তিন মাস অথবা এক বছর একই নেটওয়ার্ক ব্যবহার করতেন এখন সেই গ্রাহকরাই চাইলে এক মাস পরেই নেটওয়ার্ক বদলে নিতে পারবেন। এই কারণেই ১২ মাস ভ্যালিডিটির প্ল্যানে ছাড় দিতে শুরু করেছে এয়ারটেল ও জিওর মতো কোম্পানিগুলি।
দাম বাড়ার পরে ভারতের প্রিপেড গ্রাহকরা সার্ভিস সম্পর্কেও সচেতন হয়েছেন। মোবাইল নেটওয়ার্কে সঠিক পরিষেবা না পাওয়ার কারণেও নম্বর পোর্ট করছেন অনেকেই।
ডিসেম্বর মাসে প্রিপেড ট্যারিফের দাম এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছে জিও, ভোডাফোন ও এয়ারটেল। কোম্পানিগুলির দাবি ব্যবসা চালিয়ে যেতে এই দাম বৃদ্ধি বাধ্যতামূলক ছিল।
সম্প্রতি আরও ভারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভোডাফোন। এর মধ্যে তিনটি প্ল্যানে আনলিমিটেড কল, নির্দিষ্ট পরিমাণ ডেটা ও এসএমএসের সাথে থাকছে বিনামূল্যে ভোডাফোন প্লে ও জি৫ সাবস্ক্রিপশন। এছাড়াও একটি ২৪ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি। কম্বো প্যাকগুলির দাম ১২৯ টাকা, ১৯৯ টাকা আর ২৬৯ টাকা। সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল ভোডাফোন। এবার একগুচ্ছ নতুন আনলিমিটেড ভয়েস কলের প্ল্যান নিয়ে হাজির হল কোম্পানি।
২৬৯ টাকা প্ল্যানে মোট ৪জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে ৬০০ এসএমএস, ভোডাফোন প্লে আর জি৫ সাবস্ক্রিপশন। ২৬৯ টাকা প্ল্যানে গোটা দেশের সব নম্বরে বিনামূল্যে আনলিমিটেড লোকাল ও রোমিং কল করা যাবে। ২৬৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
১৯৯ টাকা প্ল্যানে মোট ১জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে ১০০ এসএমএস, ভোডাফোন প্লে আর জি৫ সাবস্ক্রিপশন। ২৬৯ টাকা প্ল্যানে গোটা দেশের সব নম্বরে বিনামূল্যে আনলিমিটেড লোকাল ও রোমিং কল করা যাবে। ১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২১ দিন।
১২৯ টাকা প্ল্যানে মোট ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে ১০০ এসএমএস, ভোডাফোন প্লে আর জি৫ সাবস্ক্রিপশন। ১২৯ টাকা প্ল্যানে গোটা দেশের সব নম্বরে বিনামূল্যে আনলিমিটেড লোকাল ও রোমিং কল করা যাবে। ১২৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190