Just In
এবার চোখের ইশারায় কথা বলবে আপনার স্মার্টফোন, কীভাবে?
সম্প্রতি 'লুক টু স্পিক’ নামে একটি অ্যাপ নিয়ে এসেছে গুগল। এই অ্যাপ ব্যবহার করে চোখের ইশারায় বাক্য পছন্দ করা যাবে। আর সেই বাক্য পড়ে শোনাবে আপনার স্মার্টফোন। এই বাক্যগুলি আগে থেকে থেকেই লেখা থাকবে।

যে সব মানুষের কথা বলতে সমস্যা হয় তাঁদের কথা ভেবে এই অ্যাপ ডিজাইন করেছে গুগল। কয়েকটি বাক্যের তালিকা থেকে যে বাক্যটি পছন্দ সেটির দিকে তাকালেই স্মার্টফোন সেটা বলতে শুরু করে দেবে। ফোন থেকে চোখ তুলে নিলে স্মার্টফোনের কথা বলা বন্ধ হয়ে যাবে।
ফোনের ডিসপ্লের উপরে নিজে থেকেই কয়েকটি বাক্য চলে আসবে। সেগুলির মধ্যে যে কোন একটি পছন্দ করা যাবে। যদিও নিজের পছন্দের বাক্য তৈরির সুযোগও থাকছে। সেক্ষেত্রে বাক্য টাইপ করে নিতে হবে।
গুগল জানিয়েছে প্রত্যেক মানুষের চোখের দৃষ্টি আলাদা হওয়ার কারণে সেটিংস থেকে তা নিয়ন্ত্রণ করা যাবে। এই সব তথ্যই ফোনের ভিতরে সেভ থাকবে এবং কখনই গুগল সার্ভারে পৌঁছবে না।
এই প্রযুক্তি ব্যবহারের সময় হাতে ফোন না ধরে কোথাও মাউন্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।
গ্রাহককে উপর, নীচ ডানদিক, বাঁদিকে তাকিয়ে নিজের দৃষ্টি রেজিস্টার করতে হবে। যদিও স্ক্রিনের কোনায় তাকালে এই কাজ হবে না। একবার দৃষ্টি স্মার্টফোনে রেজিস্টার হলে ফোন ভাইব্রেট করে একটি আওয়াজ হবে।
যদিও একবার রেজিস্ট্রেশনের পরে দৃষ্টি অ্যাডজাস্ট করা যাবে। স্ক্রিন থেকে দূরত্ব, কতক্ষণ তাকিয়ে থাকলে সিলেক্ট হবে এই সব তথ্য বদল করা যাবে।
গুগলের পরীক্ষামূলক প্ল্যাটফর্মের অধীনে লঞ্চ হয়েছে লুক টু স্পিক অ্যাপ। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470