এয়ারটেল, জিও ও ভি; ১০০ টাকার কমে সেরা প্ল্যানগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

১০০ টাকার কম খরচে রিচার্জ খুঁজছেন? জনপ্রিয় সব কোম্পানির এই দামে রয়েছে একাধিক প্ল্যান। ইউটিউব ও অন্যান্য ভিডিও দেখার দেখার জন্য এই রিচার্জগুলিতে অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। এক নজরে এয়ারটেল, জিও ও ভি'র ১০০ টাকার কম দামে সেরা রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন।

এয়ারটেল, জিও ও ভি; ১০০ টাকার কমে সেরা প্ল্যানগুলি দেখে নিন

১০০ টাকার কম দামে এয়ারটেল রিচার্জ

এয়ারটেল ১৯ টাকা প্ল্যান - এই প্ল্যানে অতিরিক্ত ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। ভ্যালিডিটি দুই দিন।

এয়ারটেল ৪৮ টাকা প্ল্যান- এই প্ল্যানে মিলবে ৩জিবি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

এয়ারটেল ৪৯ টাকা প্ল্যান - এই প্ল্যানে মিলবে ১০০এমবি ডেটা ও টকটাইম। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

এয়ারটেল ৭৯ টাকা প্ল্যান – এই প্ল্যানে ২০০ এমবি ডেটার সঙ্গেই মিলবে টকটাইম। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

১০০ টাকার কম দামে ভি রিচার্জ

ভি ১৬ টাকা প্ল্যান – এই প্ল্যানে মিলবে ১জিবি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ২৪ ঘণ্টা।

ভি ১৯ টাকা প্ল্যান – এই প্ল্যানে ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড টকটাইম। প্ল্যানের ভ্যালিডিটি ২ দিন।

ভি ৩৯ টাকা টকটাইম – এই কম্বো প্ল্যানে মিলবে ২০০ এমবি ডেটা। সঙ্গে থাকছে ২৮ দিন ভ্যালিডিটি।

ভি ৪৮ টাকা প্ল্যান – ৪৮ টাকা রিচার্জে ভি গ্রাহকরা পাবেন ৩জিবি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অফিশিয়াল অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত ২০০এমবি ডেটা মিলবে।

ভি ৪৯ টাকা প্ল্যান – এই প্ল্যানে ২৮ দিনের জন্য মিলবে ৩০০ এমবি ডেটা।

ভি ৭৯ টাকা প্ল্যান – এই প্ল্যানে থাকছে ৪০০এমবি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ৬৪ দিন।

ভি ৯৮ টাকা প্ল্যান – এই প্ল্যানে মিলবে ১২জিবি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

১০০ টাকার কম দামে জিও রিচার্জ

জিও ১০ টাকা প্ল্যান – এই প্ল্যানে ১জিবি ডেটার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ১২৪ মিনিট টকটাইম।

জিও ২০ টাকা প্ল্যান – এই প্ল্যানে মিলবে ২জিবি ডেটা। সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে ২৪৯ মিনিট টকটাইম।

জিও ৫০ টাকা প্ল্যান - এই প্ল্যানে মিলবে ৫জিবি ডেটা। সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে ৬৫৬ মিনিট টকটাইম।

জিও ১০০ টাকা প্ল্যান - এই প্ল্যানে মিলবে ১০জিবি ডেটা। সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে ১৩৬২ মিনিট টকটাইম।

Best Mobiles in India

Read more about:
English summary
Top Prepaid Recharge Plans Under Rs. 100: Comparing Jio Vs Vi Vs Airtel.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X