Just In
সেটটপ বক্স ও ডিটিএইচ নিয়মে রদবদল করল ট্রাই
ডিটিএইচ দুনিয়ায় একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এবার ডিপিও অডিটের নিয়মে বদল আনছে ট্রাই। নতুন নিয়মে কোম্পানিগুলিকে বছরে অন্তত একটি অডিট করতে হবে। এছাড়াও দুটি অডিটের মধ্যে অন্তত ছয় মাসের ব্যবধান থাকতে হবে। আগে সিএএস আর এসএমএস শুল্ক ১০ শতাংশ থাকলেও নতুন নিয়মে কমে ৫ শতাংশ হয়েছে।

এছাড়াও সাম্প্রতিক বৈঠকে সেটটপ বক্স নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সেটটপ বক্সে চ্যানেলের উপরে ওয়াটারমার্ক দেখানো নিয়ে আলোচনা হয়। এছাড়াও নতুন নিয়মে সেটটপ বক্সের ফিঙ্গারপ্রিন্ট বদল করা যাবে। কোম্পানিগুলি জানিয়েছে ২০১৭ সালের আগে বিক্রি হওয়া সেটটপ বক্সে এই ফিচার থাকছে না।
ইন্টারকানেকশনের নতুন নিয়মে পে চ্যানেলে ওয়াটারমার্ক দেখানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে চাইলে পে চ্যানেলেও নেটওয়ার্কের লোগো দেখানো যাবে। সেই ক্ষেত্রে দুইটি আলাদা সমাধান দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
এছাড়াও সিএএস ও এসএমএস চার্জ ১০ শতাংশ থেকে কমে ৫ শতাংশ করা হয়েছে।
চলতি বছর ভারতে ব্রডকাস্ট ট্যারিফে বিপুল পরিবর্তন নিয়ে এসেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর পর থেকেই গ্রাহকরা টিভি দেখার খরচ বেড়ে গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। গ্রাহকরা জানিয়েছেন যে সব চ্যানেল দেখার ইচ্ছা রয়েছে সব চ্যানেল দেখতে খরচ আগের থেকে অনেক বেশি হচ্ছে বলেই জানিয়েছেন গোটা দেশের গ্রাহকরা। কয়েক মাস আগে সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিল ট্রাই।
ট্রাই জানিয়েছে নতুন নিয়মে টিভি দেখার মাসিক খরচ কমতে পারে। অন্তত বিশেষজ্ঞরা তাই মনে করছেন। এছাড়াও ট্রাই জানিয়েছে নতুন নিয়ম ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে বেশি টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470