৫,০০০ টাকা সস্তা হল এই ভিভো স্মার্টফোন

|

অ্যামাজন এ শুরু হয়েছে ভিভো কার্নিভাল সেল। নতুন বছর উপলক্ষ্যে এই সেল নিয়ে এসেছে ভিভো। এই সেলে একাধিক জনপ্রিয় ভিভো স্মার্টফোনে বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় থাকছে। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত ছাড় পাবেন। সাথে থাকছে সহজ ইএমআই এর সুবিধা। এর মধ্যে সবথেকে আকর্ষনীয় ছাড় পাওয়া যাচ্ছে Vivo Nex স্মার্টফোনে। এই ফোনে ৫,০০০ টাকা ছাড় দিচ্ছে কোম্পানি।

৫,০০০ টাকা সস্তা হল এই ভিভো স্মার্টফোন

৪৪,৯৯০ টাকা দাম হলেও ৫,০০০ টাকা ডিসকাউন্টের পরে ভিভো কার্নিভাল সেলে ৩৯,৯৯০ টাকায় কেনা যাচ্ছে Nex। এই ফোনের প্রধান আকর্ষন পপ আপ ক্যামেরা।

ডিজাইনের দিক থেকে একাধিক নতুন ফিচার এসেছে এই ফোনে। Vivo NEX এর ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে না। বরিং Vivo NEX এর সামনের দিকে পুরো জায়গা জুড়েই ডিসপ্লে থাকবে। এই কারনের ফোনের সেলফি ক্যামেরাটি ফোনের ভিতরে রাখা হয়েছে। প্রয়োজনে একটি মোটরের সাহায্যে ফোনের উপরের দিকে এই সেলফি ক্যামেরা বেরিয়ে আসে।

ফোনের ভিতর থেকে এই ক্যামেরা বেরিয়ে আসতে মাত্র ০.৮ সেকেন্ড সময় লাগবে। পুরো ফোন জুড়ে ডিসপ্লে ব্যবহারের জন্যই এই ফোনে ইয়ারপিস ব্যবহার হয়নি। তাই ফোনের ডিসপ্লেতে সাউন্ড কাস্টিং টেকনোলজি ব্যবহার করে এই ফোন থেকে ফোন করা যাবে। এক কথায় কানে ফোন লাগিয়ে কথা শোনার সময় গোটা ডিসপ্লেটি কাঁপবে। সেই কম্পন থেকেই শব্দ উৎপন্ন হবে। এছাড়াও ফোনের ডিসপ্লের নীচে Vivo NEX এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এর ফলে ডিসপ্লের উপরে আঙুল রাখলেই ফোন আনলক হয়ে যাবে।

Vivo NEX স্পেসিফিকেশান

আগেই জানানো হয়েছে এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX এ রয়েছে ৬.৫৯ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল। Vivo NEX এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।

Vivo NEX এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo has reduced the price of its flagship smartphone -- Vivo Nex -- in India by Rs 5,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X