Just In
মাসের শুরুতেই এই দুই স্মার্টফোনের দাম কমালো ভিভো
সস্তা হল দুটি ভিভো স্মার্টফোন। নভেম্বর মাসের শুরুতেই ভারতে সস্তা হল ভিভো ওয়াই ৯১ আর ভিভো ওয়াই ৯১আই। সোমবার থেকে অনলাইন ও অফলাইন নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন। সস্তা হওয়ার পরে ভিভো ওয়াই ৯১ এর দাম শুরু হচ্ছে ৬,৯৯০ টাকা থেকে। অন্যদিকে ভিভো ওয়াই ৯১আই এর দাম শুরু হচ্ছে ৮,৪৯০ টাকা থেকে।

সম্প্রতি সস্তা হয়েছিল ভিভো জেড১ প্রো। এবার সস্তা হল ভিভো ওয়াই ৯১ আর ভিভো ওয়াই ৯১আই।
ভিভো ওয়াই ৯১ ফোনে চলবে অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। ভিভো ওয়াই ৯১ ফোনের ৬.২২ ইঞ্চি ফুলভিউ এইচডি প্লাস ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট্ট 'ডিউ ড্রপ নচ’। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। এর সাথেই থাকছে ২ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ। একটি মাত্র স্টোরেজ ভারিয়েন্টে ভারতে ভিভো ওয়াই ৯১ লঞ্চ হয়েছে। তবে মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য ভিভো ওয়াই ৯১ ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সাথেই একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ব্যবহার করেছে ভিভো। সেলফি তোলার জন্য ভিভো ওয়াই ৯১ ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
ভিভো ওয়াই ৯১ ফোনে থাকছে ডুয়াল সিম। কানেক্টিভিটির জন্য Y91 ফোনে থাকছে ৪জি, ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস। ফোনের ভিতরে থাকছে একটি ৪০৩০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং এর সুবিধা থাকছে না ভিভো ওয়াই ৯১ ফোনে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470