Just In
- 19 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 21 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 22 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
- 24 hrs ago
নতুন প্ল্যান নিয়ে এল জিও, কত বেশি খরচ হবে?
Don't Miss
এয়ারটেল ও জিও কে টেক্কা দিতে এই পরিকল্পনা করেছে ভোডাফোন আইডিয়া
সম্প্রতি লঞ্চ হয়েছে জিওর ব্রডব্যান্ড পরিষেবা জিও ফাইবার। এছাড়াও ইতিমধ্যেই বাজারে রয়েছে এয়ারটেলের ব্রডব্যান্ড পরিষেবা। এবার ভারতে ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করার পরিকল্পনা করছে ভোডাফোনে আইডিয়া। ইউ ব্রডব্যান্ডের হাত ধরে এয়ারটেল ও জিও কে টেক্কা দিতে চাইছে ভোডাফোনে আইডিয়া।
ইতিমধ্যেই অবিশ্বাস্য দামে গোটা দেশে ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে প্রতিযোগীরা। ভারতের ব্রডব্যান্ড বাজারে নিজেদের জমি শক্ত করতে প্রায় ১৭,৫০০ কোটি টাকা লগ্নি করতে হবে কোম্পানিকে। ব্রডব্যান্ড কানেকশনের জন্য গোটা দেশে তারের কানেকশন তৈরী করতে হবে।
“বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষা নিয়ে গোটা দেশের ১০-১২ টি শহরে ৪জি কানেকশনের সাথেই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসবে কোম্পানি।” সম্প্রতি ভারতের এক দৈনিক সংবাদপত্রে এই খবর জানানো হয়েছে।
৪জি বাজারে প্রতি মাসেই কয়েক লক্ষ গ্রাহক হারাচ্ছে ভোডাফোন আইডিয়া। প্রসঙ্গত জিও ও এয়ারটেলের সাথে প্রতিযোগিতায় ২০১sআলে এক হয়েছিল ভোডাফোন ও আইডিয়া। এক হয়ে যাওয়ার পরে দেশের এক নম্বর নেটওয়ার্কের তকমা ছিলিয়ে নিয়েছিল কোম্পানি। যদিও প্রতি মাসে যে হারে গ্রাহক হারাচ্ছে ভোডাফোনে আইডিয়া তাতে কতদিন এই তকমা কোম্পানি ধরে রাখতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।
এই মুহুর্তে মোট গ্রাহক সংখ্যার বিচারে ব্রডব্যান্ড দুনিয়ায় এক নম্বরে রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। গোটা দেশে বিএসএনএল এর মোট গ্রাহক সংখ্যা ৯০.৫ লক্ষ। এর পরে ২৪ লক্ষ গ্রাহক নিয়ে ব্রডব্যান্ড দুনিয়ায় দুই নম্বরে রয়েছে এয়ারটেল।
সম্প্রতি জিও ফাইবারের বিভিন্ন প্ল্যান লঞ্চ হয়েছে।, ৬৯৯ টাকা থেকে এই প্ল্যানগুলি শুরু হচ্ছে। ৬৯৯ টাকা প্ল্যানে মাসে ১০০ এমবিপিএস স্পিডে ১৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সবথেকে বেশি দামের প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। এই প্ল্যানের সাথে মাসে ৫০০০ জিবি ডেটা ১ জিবপিএস স্পিডে ব্যবহার করা যাবে। ৬৯৯ টাকা থেকে ৮৪৯৯ টাকার মধ্যে মোট ছয়টি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানির। তবে মাসিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে।
হয়েছে। মুকেশ আম্বানির কোম্পানির সাথে প্রতিযোগীতার এবার ১ জিবি প্রতি সেকেন্ড স্পিডের প্ল্যান নিয়ে এল সুনিল মিত্তলের কোম্পানি। ১ জিবি প্রতি সেকেন্ড স্পিডের প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম ফাইবার গ্রাহকদের মাসে ৩,৯৯৯ টাকা খরচ হবে। এই প্ল্যানের সাথে তিন মাস নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। সাথে থাকছে ১ বছর আমাজন প্রাইম সাবস্ক্রিপশন, জি ৫ প্রিমিয়াম কনটেন্ট আর এক্সট্রিম অ্যাপ সাবস্ক্রিপশন।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090