Just In
প্রতিদিন মিলবে ৩জিবি ডেটা, দুটি নতুন প্ল্যান নিয়ে এল ভোডাফোন
৫৫৮ টাকা ও ৩৯৮ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন। এই দুই প্ল্যানের গ্রাহকরা দিনে ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৫৫৮ টাকা প্ল্যানে ৫৬ দিন ভ্যালিডিটি হলেও ৩৯৮ টাকা প্ল্যানের সাথে থাকছে ২৮ দিন ভ্যালিডিটি। আপাতত মধ্যপ্রদেশ ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা ৫৫৮ টাকা ও ৩৯৮ টকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এছাড়াও ১৯ টাকা প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে কোম্পানি।

৫৫৮ টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন প্রতিদিন ৩ জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে এক বছরের জন্য ভোডাফোন প্লে ও জি৫ সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। ৫৫৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। আপাতত মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
৩৯৮ টাকা প্রিপেড প্ল্যানেও আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন প্রতিদিন ৩ জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। ৩৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আপাতত মুম্বাই ও মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
এছাড়াও ১৯ টাকা প্ল্যানের সঙ্গে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করেছে কোম্পানি। আগে এই প্ল্যানের সাথে ১৫০ এমবি ডেটা ব্যবহার করা যেত। এবার ১৯ টাকা রিচার্জে ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। মুম্বাই, মধ্যপ্রদেশ ও হরিয়ানা সার্কেলের গ্রাহকরা ১৯ টাকা প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাবেন।
সম্প্রতি লম্বা ভ্যালিডিটির জন্য ৯৯৭ টাকা প্ল্যান লঞ্চ করেছিল ভোডাফোন। সেই প্ল্যানে মোট ১.৫ জিবি ডেটার সাথেই দিনে ১০০ টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। ৯৯৭ টাকা ভোডাফোন প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470