Just In
নতুন ১৩৯ টাকা প্রিপেড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে ভোডাফোন?
টেলিকম দুনিয়ায় প্রতিযোগীতা থামার কোন নাম নেই। সব অপারেটারই নিজের গ্রাহক ধরে রাখতে আরও কম দামে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে। এবার আনলিমিটেড কলিং সহ ১৩৯ টাকায় নতুন প্রিওপেড প্ল্যান লঞ্চ করল ভোডাফোন। আনলিমিটেড কল এর সাথেই এই প্ল্যানে ডেটা ব্যবহার করা যাবে।

ভোডাফোন ওয়েবসাইটে জানানো হয়েছে ১৩৯ টাকায় আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে 2GB ডেটা। কোম্পানি জানিয়েছে এই ১৩৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। তবে এই প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যাবে।
১৪৯ টাকা জিও প্রিপেড প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতায় এই প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। ১৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিও গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারেন। সাথে থাকছে দিনে ১০০ টি এসএমএস আর প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। ১৪৯ টাকা জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ ২৮ দিনে মোট 42GB ডেটা ব্যবহার করা যাবে।
এছাড়াও সম্প্রতি ১২৯ টাকায় ২৮ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছিল ভোডাফোন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে 1.5GB ডেটা।
এছাড়াও সম্প্রতি ১৬৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন। এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে ১০০ টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। ১৬৯ টাকা ভোডাফোন প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। একই সুবিধা সহ ১৬৯ টাকায় প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেলও। ১৬৯ টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470