Just In
প্রিপেডে দুটি নতুন প্ল্যান লঞ্চ করে চমক ভোডাফোনের
প্রিপেডে জমি আরও শক্ত করতে নতুন দুটি প্ল্যান নিয়ে এল ভোডাফোন। জিও ও এয়ারটেলের সাথে প্রতিযোগিতায় ২০৫ টাকা আর ২২৫ টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানিটি। দুটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর নির্দিষ্ট পরিমান ডেটা ও এসএমএস এর সুবিধা।

ভোডাফোন ২০৫ টাকা প্ল্যান
২০৫ টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সাথেই থাকছে মোট ৬০০ টা এসএমএস এর সুবিধা। এই প্ল্যানে গ্রাহক মোট ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ভোডাফোন ২০৫ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩৫ দিন। ২ জিবি ডেটা শেষ হয়ে দেলে প্রতি এম বি ডেটা খরচ করতে ৫০ পয়সা খরচ করতে হবে গ্রাহককে।
ভোডাফোন ২২৫ টাকা প্ল্যান
২২৫ টাকা প্রিপেড প্ল্যানেও আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সাথেই থাকছে মোট ৬০০ টা এসএমএস এর সুবিধা। এই প্ল্যানে গ্রাহক মোট ৪ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ভোডাফোন ২২৫ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৪৮ দিন। ৪ জিবি ডেটা শেষ হয়ে দেলে প্রতি এম বি ডেটা খরচ করতে ৫০ পয়সা খরচ করতে হবে গ্রাহককে।
আপাতত বিহার ও ঝাড়খন্ড, দইল্লি, উত্তর প্রদেশ (পশ্চিম) ও কর্ণাটক সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
১২৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ৪জি স্পিডে এক নম্বর স্থান দখল করেছিল ভোডাফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে বিশ্বের এক নম্বর ইন্টারনেট স্পিড ওয়েব বেসড অ্যাপলিকেশন উকলা।
পশ্চিমবঙ্গে ভোডাফোন নেটওয়ার্কে গড়ে ১২.৮৫ এমবিপিএস স্পিড পাওয়া গিয়েছে। আপলোডে পাওয়া গিয়েছে ৮.৫৯ এমবিপিএস। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের সংগৃহীত তথ্য থেকে এই স্পিড প্রকাশ করছে উকলা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470