Just In
- 24 hrs ago
প্রজাতন্ত্র দিবসে ধামাকা সেল নিয়ে এল ফ্লিপকার্ট, স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
- 3 days ago
২০২১ সালে ভারতের টেলিকম জগতে কী কী পরিবর্তন আসতে পারে?
- 5 days ago
সিগন্যালে পাবেন না হোয়াটসঅ্যাপের এই ৯টি ফিচার
- 7 days ago
হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ব্যবহার শুরু করছেন? এই পাঁচটা জিনিস না জানলেই নয়
Don't Miss
দুটি লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করল ভোডাফোন
লম্বা ভ্যালিডিটির প্রিপেড প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। ৫৯৭ টাকার এই প্ল্যানে ১৬৮ দিন ভ্যালিডিটি দেবে এয়ারটেল। ভোডাফোন ও জিওর লম্বা ভ্যালিডিটির প্ল্যানকে টক্কর দিতেই এই প্ল্যান বাজারে এনেছে এয়ারটেল। ইতিমধ্যেই বাজারে ভোডাফোন ৫১১ টাকা ও ৫৬৯ টাকার দুটি লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ হয়েছে। এই সব প্ল্যানের আনলিমিটেড কলিং, ও রোজ ১০০ টি SMS এর সুবিধা পাওয়া যাবে।
ভোডাফোনের ৫১১ টাকার প্ল্যানে রোজ 2GB ডাটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এছাড়াও ৫৬৯ টাকার প্লায়ানে ৮৪ দিনের জন্য ভোডাফোন গ্রাহকরা রোজ 3GB ডাটা পাবেন।
ভোডাফোন এতদিন গ্রাহকদের রোজ 1.4GB ডাটা দিচ্ছিল। এই আগেই জানানো হয়েছে এই সব প্ল্যানেই থাকছে আনলিমিটেড কলিং ও রোজ 100 টি করে SMS এর সুবিধা।
জিওর ৪৪৮ টাকার প্ল্যানের সাথে বাজারে টক্কর দেবে ভোডাফোনের নতুন ৫১১ টাকার প্ল্যান। জিওর প্ল্যানে রোজ 2GB ডাটা পান গ্রাহকরা। এর সাথেই আনলিমিটেড কল আর রোজ 100 টি SMS পাওয়া যায়। এর সাথেই জিও ৪৪৮ টাকার প্ল্যানে সব জিও অ্যাপ এ সাবস্ক্রিপশান পান গ্রাহকরা।
এছাড়াও নতুন ৫৬৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। এই ধরনের কোন প্ল্যান লঞ্চ করেনি জিও। জিওর ৩৯৯ টাকার প্ল্যান এই প্ল্যানের কাছাকাছি। এই প্ল্যানে ২৮ দিনের জন্য রোজ গ্রাহকরা 3GB ডাটা পান। এছাড়াও এওখন বিশেষ অফারে এই প্ল্যানে ১০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে জিও।
সম্প্রতি প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের জন্য সুপার প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। এই প্ল্যানে ১৭৯ টাকা থেকে ৭৯৯ টাকার সব প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে ভোডাফোন প্লে লাইভ অ্যাপ এর ফ্রি অ্যাকসেস পাবে।
অনলাইনে কীভাবে দেখবেন বিশ্বকাপের সব লাইভ ম্যাচ?
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190