Just In
হোয়াটসঅ্যাপ থেকে নিষিদ্ধ হলেন এক সাংসদ, এই কাজগুলি করলে নিষিদ্ধ হবেন আপনিও
সম্প্রতি তেলেগু দেশম পার্টির রাজ্যসভার সাংসদ সিএম রমেশকে নিষিদ্ধ করেছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সংসদ দাবি করেছেন তিনি হোয়াটসঅ্যাপের কোন শর্ত লংঘন করেননি। যদিও এই বিষয়ে এখনও মন্তব্য করেনি ভারতের এক নম্বর মেসেজিং প্লাটফর্ম।

সম্প্রতি ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। দেশের রাজ্যসভার সাংসদ হোয়াটসঅ্যাপ থেকে ব্যান হলে সাধারন মানুষকেও যে কোনও সময় নিষিদ্ধ করতে পারে কোম্পানি। এই কাজগুলি করলে আপনিও হোয়াটসঅ্যাপ থেকে নিষিদ্ধ হতে পারেন।
১। হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলী লংঘন করলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
২। অবৈধ, অশ্লীল, মানহানিকর অথবা হুমকি দিয়ে মেসেজ করলে নিষিদ্ধ হতে পারেন।
৩। অপরাধ কে উস্কানি দিয়ে মেসেজ করলেও নিষিদ্ধ হতে পারেন আপনি।
৪। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করলে নিষিদ্ধ হতে পারেন।
৫। নিজের কন্টাক্ট এ নেই এমন একাধিক মানুষকে একসাথে মেসেজ করলে নিষিদ্ধ হতে পারেন।
৬। অ্যাপ এর কোডিং চেঞ্জ করতে চাইলে নিষিদ্ধ হতে পারেন।
৭। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ালে নিষিদ্ধ হতে পারে।
৮। হোয়াটসঅ্যাপ সার্ভার হ্যাক করার চেষ্টা করলে নিঃসন্দেহে ব্যান করা হবে আপনাকে।
৯। আপনাকে একসাথে একাধিক গ্রাহক হোয়াটসঅ্যাপে ব্লক করে দিলে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকছে।
১০। একসাথে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনার প্রোফাইল রিপোর্ট করলে আপনি ব্যান হতে পারেন।
১১। হোয়াটসঅ্যাপ প্লাস এর মত থার্ড পার্টি ক্লায়েন্ট ব্যবহার করলে নিষিদ্ধ করা হতে পারে আপনাকে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে গত তিন মাসে এই সব কারণে বিশ্বব্যাপী ৫০ লক্ষ গ্রাহক কে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে 75% অ্যাকাউন্ট কোন ইউজার রিপোর্ট ছাড়াই ব্যান হয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470