Just In
- 2 hrs ago
‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিয়ে আসছে জিও: প্ল্যানগুলি দেখে নিন
- 20 hrs ago
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
- 23 hrs ago
কতটা সস্তা জিও? এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পাশে জিওর প্ল্যানগুলি দেখে নিন
- 24 hrs ago
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
Don't Miss
অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য নতুন সুরক্ষা ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
সাত মাস আগে আইফোন গ্রাহকদের জন্য এই সুরক্ষা ফিচার ফোন হয়েছিল হোয়াটসঅ্যাপে। এবার অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক নিয়ে এল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছে। এর ফলে আঙুলের ছাপে হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা যাবে। আপাতত শুধুমাত্র বিটা ভার্সানে এই ফিচার এলেও শিঘ্রই অ্যানড্রয়েড স্টেবেল ভার্সানেও এই চিচার নিয়ে আসছে জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটি।
বিটা প্রোগ্রামে যোগ দিতে শুরুতে প্লে স্টোরে গিয়ে নীচের পদ্ধতি অনুসরন করুন।
১। গুগল প্লে স্টর ওপেন করুন।
২। হোয়াটসঅ্যাপ সার্চ করুন।
৩। নীচে বিটা প্রোগ্রামে যোগ দেওয়ার অপশান পাবেন, সিলেক্ট করুন।
৪। এবার জয়েন সিলেক্ট করুন।
হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ২.১৯.২২২ তে ফিঙ্গারপ্রিন্ট লক যোগ হয়েছে। এই আপডেট ডাউনলোড করে নীচের পদ্ধতি অনুসরন করুন।
স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে উপরে তিন ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৩। সেখানে 'সেটিংস’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
স্টেপ ৫। এর পরে প্রাইভেসি সিলেক্ট করুন।
স্টেপ ৬। সেখানে স্ক্রল ডাউন করলে ফিঙ্গারপ্রিন্ট লক অপশান খূঁজে পাবেন।
স্টেপ ৭। 'আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর’ টগল অন করে দিন।
স্টেপ ৮। এই টগল অন করার পরে অ্যাপ আপনার ফিঙ্গারপ্রিন্ট দেখতে চাইবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল ঠেকান।
স্টেপ ৯। অ্যাপ বন্ধ হওয়ার কত সময় পরে তা লক করতে চান সিলেক্ট করুন। সাথে সাথে, ১ মিনিট ও ৩০ মিনিট এই তিনটি অপশানের মধ্যে একটি পছন্দ করুন।
সাত মাস আগে আইফোনের জন্য একই ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। সেখানে টাচ আইডি অথবা ফেস আইডি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা যায়। এবার অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশন নিয়ে এল কোম্পানি।
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090