Just In
৩১ ডিসেম্বর এই ফোনগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
সম্প্রতি উইন্ডোজ ফোনে সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধন্ত নিয়েছিল মাইক্রোসফট। এর পরেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের সামনে পরে গিয়েছিল। এবার উইন্ডোজ ফোনে সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

৩১ ডিসেম্বরের পরে উন্ডোজ ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ব্লগ পোস্টে এই কথা জানিয়েছে কোম্পানিটি। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে জুন মাসে উইন্ডোজ ফোনে শেষ আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ। এর পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্ল্যাটফর্মের জন্য সাপোর্ট দেবে বিশ্বের এক নম্বর মেসেজিং কোম্পানিটি। অর্থাৎ ২০২০ সালের প্রথম দিন থেকে কোন উইন্ডোজ ফোনে আর ব্যবহার করা যাবে না জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।
তবে শুধু উইন্ডোজ ফোন নয়। কয়েকটি অ্যানড্রয়েড ও আইওএস ফোনের শিঘ্রই সাপোর্ট বন্ধ করেছে কোম্পানিটি। একই ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা তা কম আর আইওএস ৭ বা তার কম ভার্সানের অপারেটিং সিস্টেমে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এই ফোনগুলিতেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তবে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যিন্ত এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
এছাড়াও শিঘ্রই হোয়াটসঅ্যাপে অ্যানিমেটেড স্টিকার যোগ হবে। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে স্টিকার নড়তে থাকবে। এর ফলে চ্যাট করার জময় নিজের অনুভুতই আরও ভাল ভাবে ব্যাক্ত করা যাবে।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে হোয়াটসঅ্যাপে অ্যানিমেটেড স্টিকার যোগ হওয়ার খবর সামনে এসেছে। অ্যানড্রয়েড, আইওএস সহ ওয়েব ভার্সানেও নতুন অ্যানিমেটেড ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে।
অ্যানড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সানে অ্যানড্রয়েড থেকে অ্যানিমেটেড স্টিকার দেওয়া নেওয়া করা যাবে। হোয়াটসঅ্যাপে GIF পাঠানে এলবার প্লে হওয়ার পরে যেমন বন্ধ হয়েছে যায় অ্যানিমেটেড স্টিকারে তা হবে না। অ্যানিমেটেস্ট স্টিকার সব সময় নড়তে থাকবে। যা চ্যাট করার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470