Just In
নতুন ফিচারে অডিও ফাইল পাঠানো আরও সহজ হবে হোয়াটসঅ্যাপে
একের পর এক নতুন ফিচার এসেই চলেছে। আবার নতুন ফিচার যোগ হতে চলেছে হোয়াটসঅ্যাপে। নতুন ফিচারে অডিও ফাইল পাঠানো আরও সহজ হয়েছে। কনট্যাক্টের অডিও ফাইল বিভাগ ঢেলে সাজিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। সম্প্রতি অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছে।

সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন ফিচারে অডিও ও ইমেজ ফাইলের প্রিভিউ দেখা যাবে। রিপোর্টে জানানো হয়েছে এক সাথে ৩০ টি ফাইলের প্রিভিউ দেখা যাবে।
তবে এখন শুধুমাত্র অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছে। তবে এই ফিচার আইওএস এ কবে যোগ হবে জানা যায়নি।
সম্প্রতি অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য বহু প্রতীক্ষিত পিকচার-ইন-পিকচার মোড নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। প্রায় দুই মাসের বেশি সময় বিটা মোডে টেস্টিং চলছিল এই ফিচারটি। অক্টোবর মাসে প্রথম বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচার মোড দেখা গিয়েছিল। সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্টেবেল ভার্সান ২.১৮.৩৮০ ভার্সানে প্লে স্টর থেকে ডাউনলোড করা হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচার মোড দেখা গিয়েছে। তবে চেঞ্জেলগে কোন পরিবর্তন করেনি মেসেজিং কোম্পানিটি।
নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা চ্যাটের মধ্যে স্ক্রোল করার সময় ছবি অথবা ভিডিও দেখতে পারবেন। অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক হোয়াটসঅ্যাপে এলে নিজে থেকেই এই ফিচার অ্যাক্টিভেট হয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে ডিসপ্লের মধ্যেই ছোড় উইন্ডোতে ছবি অথবা ভিডিও ওপেন হয়ে চলতে শুরু করে দেবে। এর ফলে চ্যাট থেকে না বেরিয়েই ভিডিও অথবা ছবি দেখে নেওয়া যাবে।
এছাড়াও হোয়াটসঅ্যাপে যোগ হবে ডার্ক মোড়, QR কোড স্ক্যান, মাল্টি শেয়ার মোড সহ একাধিক নতুন ফিচার। এছাড়াও বহু দিন ধরেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচারের অপেক্ষায় বসে আছেন গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470