Just In
হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? ভুলেও করবেন না এই কাজ
অফিশিয়াল অ্যাপ ব্যবহার না করে মডিফায়েড ভার্সনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন? তাহলে সাবধান হওয়ার সময় এসেছে। মডিফায়েড ভার্সনে ম্যান ইন মিডল অ্যাটাক শুরু হয়েছে। এর ফলে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তায় আপোষ হচ্ছে। সম্প্রতি এক জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এক ট্যুইটারে পোস্টে সব হোয়াটসঅ্যাপ গ্রাহককে সতর্ক করেছে সেই সংস্থা।

মডিফায়েড ভার্সনে সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাপকে ব্যবহার করে নতুন ফিচার যোগ হয়। মডিফায়েড ভার্সনে এমন অনেক ফিচার থাকে যা কোম্পানির নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাপে থাকে না। যদিও অনেক সময় ডেভেলপার এই সব ফিচার যোগ করার সময় নিজের সুবিধার কথা এমন কিছু করেন যার ফলে গ্রাহকের সুরক্ষায় আপোষ হয়।
ট্যুইটারে জানানো হয়েছে মডিফায়েড ভার্সনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোন মেসেজ পাঠালে ডেভেলপার চাইলে সেই মেসেজ পরিবর্তন করতে পারে। এছাড়াও জানানো হয়েছে এই সব মডিফায়েড অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কোম্পানির তরফ থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হতে পারে। অনেক বেশি ফিচার থাকলেও সুরক্ষায় আপোষ করে এই মডিফায়েড ভার্সন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার বুদ্ধিমানের কাজ নয়।
রেডিটে প্রথম এই পোস্ট করেন এক গ্রাহক। পরে সেই পোস্টের স্ক্রিনশট তুলে পোস্ট করেছে জনপ্রিয় এই পোর্টাল ।
শীঘ্রই ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ভারতে প্রায় এক বছরের বেশি সময় ধরে ডিজিটাল পেমেন্টের বিটা টেস্টিং করছে হোয়াটসঅ্যাপ। এখনও ভারতে এই ফিচার লঞ্চ করেনি কোম্পানি। ভারতের আগেই ব্রাজিলে শুরু হয়ে গেল হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট পরিষেবা। গত মাসে এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছিল মার্কিন কোম্পানিটি। ফেসবুক পে-র মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। গত বছর এই পরিষেবার ঘোষণা করেছিল মার্ক জাকারবার্গের কোম্পানি। হোয়াটসঅ্যাপ ছাড়াও শীঘ্রই ইন্সটাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করে শীঘ্রই লেনদেন করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190