Just In
Don't Miss
আবার হোয়াটসঅ্যাপে প্রতারনার ফাঁদ, সাবধান হওয়ার সময় এসেছে
গত বছর হোয়াটসঅ্যাপে বিনামূল্যে অ্যাডিডাস জুতোর মেসেজের কথা মনে আছে? ঝড়ের গতিতে সেই মেসেজ সবার কাছে পৌঁছে গিয়েছিল। ভারতে আবার একই প্রতারনার মেসেজ ফিরে এসেছে। পাঠকদের জানানো হচ্ছে যে বিনামূল্যে অ্যাডিডাসের জুতো পাওয়া যায় না। প্রতারকদের থেকে দূরে থাকতে এই ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।
বিনামূল্যে জিতো, টি-শার্ট অথবা যে কোন ধরনের প্রোডাক্টের লোভে হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্বাস করবেন না। এই ধরনের মেসেজগুলি মানুষকে লোভ দেখিয়ে ফাঁদে পা দেওয়ানোয়র উপায় মাত্র। মেসেজের সাথে থাকা লিঙ্কে ক্লিক করা মাত্র ফোনের নিয়ন্ত্রণ নিতে শুরু করবে হ্যাকাররা। কপাল খারাপ থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।
গত কয়েক বছর একের পর এক ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে এখানেই থেমে থাকতে নারাজ মার্ক জাকারবার্গের কোম্পানি। শিঘ্রই হোয়াটসঅ্যাপে আসছে ডার্ক মোড আর ইনস্টাগ্রামের মতো বুমেরাং ফিচার। এছাড়াও শিঘ্রই একাধিক কাজের ফিচার নিয়ে হাজির হবে জনপ্রিয় এই মেসেজিং কোম্পানি। ইতিমধ্যেই আইওএস ও অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছে।
সম্প্রতি আইওএস ভার্সানে অডিও প্লেব্যাক সাপোর্ট যোগ হয়েছে। এবার নোটিফিকেশন থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস নোট আর অডিও ফাইল প্লে করা যায়। এর ফলে হোয়াটসঅ্যাপ ওপেন না করেই আইফোনে যে কোন অডিও ফাইল নোটিফিকেশোন থেকেই প্লে করা যাবে।
এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে ভিডিও কল করার নির্দেশ দিলে গুগল ডুয়ো থেকে ভিডিও কল হতো। অডিও কল হতো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। এবার গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে নির্দেশ দিয়ে হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যাবে।
অনেক ছবি একসাথে পাঠালে সেই ছবি গ্রুপে এক জায়গায় চলে আসে। তবে ফোন থেকে এই ফিচার ব্যবহার করা গেলেও হোয়াটসঅ্যাপ ওয়েবে এখনও একটা একটা করে ছবি দেখা যায়। শিঘ্রই হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানেও এই ফিচার চলে আসবে।
অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড আসার কথা হচ্ছে। ইতিমধ্যেই ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড পৌঁছালেও এখনও হোয়াটসঅ্যাপে এই ফিচার পৌঁছায়নি। ডার্ক মোডে এক দিনে যেমন অ্যামোলেড ডিসপ্লের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় কম ব্যাটারি খরচ হবে অন্যদিকে সব ফোনেই ডার্ক মোডে হোয়াটসঅ্যাপে ব্যবহারে সুস্থ থাকবে চোখ।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190