Just In
নতুন বছরের প্রাক্কালে মেসেজের বন্যা হোয়াটসঅ্যাপে
গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। রোজকার মেসেজ পাঠাতে হোয়াটসঅ্যাপে নিয়মিত কয়েক কোটি মেসেজ পাঠান গোটা বিশ্বের গ্রাহকরা। নতুন বছরের প্রাক্কালে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে সেই সব রেকর্ড ছাপিয়ে গেল। সম্প্রতি এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গোটা বিশ্বে মোট ১০০ মিলিয়ন মেসেজ পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহে বিবৃতি প্রকাশ করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ২৪ ঘণ্টা সময়ে মোট ১০০ বিলিইয়ান মেসেজ পাঠিয়েছেন বিশব্যাপী গ্রাহকরা। এর আগে কখনও এক দিনে হোয়াটসঅ্যাপে এত্র মেসেজ পাঠানো হয়নি। ১০০ বিলিয়ান মেসেজের মধ্যে ১২ বিলিয়ান ছবি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা।
বিশ্বব্যাপী মেসেজিংয়ের নত্যুন রেকর্ড হলেও এর মধ্যে ভারতবাসীরাও উল্লেকযোগ্য অবদান রেখেছেন। ৩১ ডিসেম্বর শুধুমাত্র ভারত থেকে ২০ বিলিয়ান মেসেজ পাঠানো হয়েছিল।
বিগত কয়েক বছর হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। এর ফলে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গিয়েছে। ২০২০ সালও তার ব্যতিক্রম হবে না। সম্প্রতি আইওএস ও অ্যানড্রয়েড বিটা ভার্সানে একগুচ্ছ নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে বেশিরভাগ ফিচার স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে। সম্প্রতি নিজে থেকে মেসেজ ডিলিট হওয়ার অপশন যোগ হয়েছে বিটা ভার্সানে। আমাদের মতে ২০২০ সালে নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে।
অক্টোবর মাসে প্রথম জিনে থেকে মেসেজ ডিলিট হওয়ার ফিচারটি সামনে এসেছিল। এই ফিচারে কোন মেসেজ পোস্ট করলে নিজে থেকেই নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে গ্রুপের অ্যাডমিন ঠিক করে দিতে পারবেন। আপাতত বিটা ভার্সানে যোগ হয়েছে এই ফিচার।
আপাতত গ্রুপ চ্যাটে এই ফিচার যোগ হয়েছে। গ্রুপের অ্যাডমিন এই ফিচার চালু করলে তবেই অন্যান্য সদস্যরা সেই গ্রুপে নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।
কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করে দিতে পারবেন গ্রুপের অ্যাডমিন। ১ ঘণ্টা, ১ দিন, ১ মাস অথবা ১ বছর পরে নিজে থেকেই মেসেজ ডিলিট হয়ে যাওয়ার অপশন থাকছে। অক্টোবর মাসে যখন প্রথম বিটা ভার্সানে এই ফিচার এসেছিল তখন ৫ সেকেন্ড ও ১ ঘণ্টা পরে মেসেজ ডিলিটের অপশন ছিল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470