২০২০ সাল পর্যন্ত আপনার পুরনো অ্যানড্রয়েডে ব্যাবহার করা যাবে Whatsapp

১লা ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত আপনার পুরনো অ্যানড্রয়েডে ব্যাবহার করা যাবে Whatsapp।

|

সম্প্রতি Nokia S40 s60 ও Blakberry OS এর সাপোর্ট বন্ধ করে দিচ্ছে Whatsapp।তবে আপনি যদি অ্যানড্রয়েডের পুরনো ভার্সান ব্যাবহার করেন তবে চিন্তার কোনো কারন নেই।

 
২০২০ সাল পর্যন্ত আপনার পুরনো অ্যানড্রয়েডে ব্যাবহার করা যাবে Whatsapp

এই মেসেজিং অ্যাপ তাদের অফিসিয়াল ব্লগে জানিয়েছে পুরনো অ্যানড্রয়েড ফোনে তাদের অ্যাপ চলবে ২০২০ সাল পর্যন্ত।

 

২০১৬ সাল এর ফেব্রুয়ারিতেই কোম্পানিটি জানিয়েছিলো ২০১৬ সালের শেষেই তারা সব পরনো ফোনে বন্ধ করে দেবে তাদের সাপর্ট। Nokia S40 s60 ও Blakberry OS এ তাদের সাপোর্ট বন্ধ হলেও এখনই তার কোপ অ্যানড্রয়েড ব্যাবহারকারীদের উপর পরবে না বলেই জানিয়েছে Whatsapp।

সম্প্রতি এক Blackberry গ্রাহক জানিয়েছেন তার ফোনে নতুন আপডেট পেয়েছে Whatsapp এর। সেখানে লেখা ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ওই ফোনে ব্যাবহার করা যাবে অ্যাপটি।

তবে অ্যানড্রয়েড ভার্সান ২.৩.৭ বা তার বেশি ব্যাবহারকারীরা ২০২০ সাল ব্যাবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপ।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp will support the older Android versions until February 1, 2020.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X