Just In
Don't Miss
ব্যাক্তিগত চ্যাটে স্ক্রিনশট নিষিদ্ধ হবে হোয়্যাটসঅ্যাপে
ব্যক্তিগত চ্যাট থেকে আর স্ক্রিনশট নেওয়া যাবে না। ইতিমধ্যেই নতুন ফিচার পরীক্ষা শুরু করেছে হোয়্যাটসঅ্যাপ। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে নতুন এই ফিচার নিয়ে আসছে ফেসবুকের মেসেজিং সার্ভিসটি।
মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। শিঘ্রই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হোয়্যাটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখা যাবে। এই ফিচার অন করলে হোয়্যাটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না।
তবে স্ক্রিন শট ব্লক করার ফিচার শুরু থেকে এনেবেল থাকবে না। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট লক এনেবেল করলেই স্ক্রিনশট ব্লক হবে। অর্থাৎ হোয়্যাটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা এনেবেল করলে আর কোন চ্যাট উইন্ডো স্ক্রিনশট নিতে পারবেন না গ্রাহক। তবে যাঁর সাথে চ্যাট করছেন তার ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা ডিজেবেল থাকলে তিনি স্ক্রিনশট নিতে পারবেন।
এছাড়াও সুরক্ষিত ব্রাউজিং এর জন্ত অ্যাপ এর সাথেই যোগ হচ্ছে নতুন ব্রাউজার। এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাটে কোন লিঙ্ক ওপেন করলে তা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে ওপেন হত। এর ফলে খুব সহজেই হ্যাকাররা ম্যালওয়্যার পাঠাতে পারতেন। এবার হোয়াটসঅ্যাপের মধ্যেই যোগ হয়েছে নতুন ব্রাউজার। হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া যে কোনও লিঙ্ক ইন বিল্ট ব্রাউজারে ওপেন হবে। এর ফলে ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাবেন গ্রাহকরা।
শিঘ্রই হোয়াটসঅ্যাপে অ্যানিমেটেড স্টিকার যোগ হবে। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে স্টিকার নড়তে থাকবে। এর ফলে চ্যাট করার জময় নিজের অনুভুতই আরও ভাল ভাবে ব্যাক্ত করা যাবে। অ্যানড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সানে অ্যানড্রয়েড থেকে অ্যানিমেটেড স্টিকার দেওয়া নেওয়া করা যাবে। হোয়াটসঅ্যাপে GIF পাঠানে এলবার প্লে হওয়ার পরে যেমন বন্ধ হয়েছে যায় অ্যানিমেটেড স্টিকারে তা হবে না। অ্যানিমেটেস্ট স্টিকার সব সময় নড়তে থাকবে। যা চ্যাট করার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190