Just In
ডার্ক মোডের হাত ধরে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ব্যাটারি সেভিং সেটিং
অনেক দিন ধরেই অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোডের কাজ করছে হোয়াটসঅ্যাপ। গত এক বছর ধরে একের পর রিপোর্টে হোয়াটসঅ্যাপে ডার্ক মোডের খবর সামনে এসেছে। অ্যানড্রয়েড ১০ এর ডার্ক থিম সাপোর্টের জন্য কীভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ? সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সেই তথ্য সামনে এসেছে।

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ সেটিংসের মধ্যে নতুন 'থিম' বিভাগ যোগ হচ্ছে। সেখান থেকে 'লাইট', 'গ্রে' আর 'ডার্ক' মোড সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা। এই থিম ব্যবহার করে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনে ব্যাটারি বাঁচানো যাবে।
চলতি বছর মার্চ মাসে প্রথম হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ডার্ক মোড পৌঁছেছিল। এর পর থেকে বিভিন্ন রিপোর্টে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের খবর সামনে এসেছে।
রিপোর্টে জানানো হয়েছে, ওলেড ডিসপ্লের জন্য সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার না করে কালচে ধুসর রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে। এর ফলে ডার্ক মোড ব্যবহারে ফোনের ব্যাটারি ব্যাক আপ এ কোনও পরিবর্তন দেখা যাবে না।
সম্প্রতি এক আপডেটে মোট কত বার কোন মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে তা জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এই ভাবেই ভুয়ো খবর প্রচার রুখতে সচেষ্ট হচ্ছে WhatsApp।
এছাড়াও অক্টোবর মাসে বিটা ভার্সনে নতুন ফিচার নিয়ে এসেছিল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। এর ফলে কোন গোপন তথ্য পাঠাতে এই ফিচার ব্যবহার করা যাবে। মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এছাড়াও শীঘ্রই ভারতে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস হোয়াটসঅ্যাপ পে লঞ্চ হবে বলে জানিয়েছিলেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190