Just In
হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করবেন কীভাবে?
ভারত তথা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। এই অ্যাপ ব্যবহার করেই ব্যক্তিগত ও অফিশিয়াল সব যোগাযোগ রাখেন অনেকেই। আর এই জন্যই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা প্রয়োজন। এই জন্য ব্যবহার করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন। বাধ্যতামূলক না হলেও টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ইমেল যুক্ত করুন। এর ফলে কোন কারণে নিজের অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিকভার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রাম ও গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেও ব্যবহার করুন টু স্টেপ ভেরিফিকেশন।

হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন এনেবেল করবেন কীভাবে?
নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
এবার অ্যাকাউন্ট সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে এনেবেল করে দিন।
এখানে ৬ ডিজিট পিন দিতে হবে।
চাইলে নিজের ইমেল হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত করতে পারেন।
এবার 'নেক্সট’ সিলেক্ট করুন।
ইমেল কনফার্ম করে 'সেভ’ করে দিন।
হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন করটা সুরক্ষিত?
হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর দেবে। ফলে কারও কাছে আপনার নম্বরে আসা লগ ইন ওটিপি থাকলেই সে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না।
কখন পিন প্রয়োজন হবে?
লগ ইনের সময় ছাড়াও প্রত্যেক ৭ দিন অন্তর আপনার কাছে পিন চাইবে হোয়াটসঅ্যাপ।
পিন ভুলে গেলে কী করবেন?
হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
এবার ফরগট পিন সিলেক্ট করে সেন্ড ইমেল সিলেক্ট করুন।
এবার ইমেলে কনফার্ম সিলেক্ট করুন।
সব শেষ হোয়াটসঅ্যাপে 'ফরগট পিন' সিলেক্ট করে 'রিসেট' করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470