Just In
হোয়াটসঅ্যাপ ভয়েস কল করতে আর প্রয়োজন হবে না স্মার্টফোন, দেখে নিন কীভাবে?
ভারতে প্রায় ৪০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। জিওফোনে হোয়াটসঅ্যাপ আসার পরেই এই সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেরে গিয়েছিল। দেশের জনপ্রিয়তম ফিচার ফোনে এই মেসেজিং সার্ভিসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার লকডাউনের মধ্যে জিওফোন গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এবার জিওফোন থেকেও হোয়াটসঅ্যাপ ভয়েস কল করা যাবে। সম্প্রতি কাইওএসে হোয়াটসঅ্যাপ ভয়েস কল ফিচার যোগ হয়েছে। ৫১২এমবি অথবা বেশ র্যাম থাকা সব স্মার্ট ফিচার ফোনে এবার থেকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল করা যাবে।

নিজের জিওফোনে হোয়াটসঅ্যাপ ভয়েস কল করবেন কীভাবে? ধাবে ধাপে দেখে নিন সেই উপায়।
কী কী প্রয়োজন?
কাইওএস ফিচার ফোন
৫১২এমবি অথবা বেশি র্যাম
লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ২.২১১০.৪১
হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচার পাবেন কীভাবে?
নিজের কাইওএস ফোনে হোয়াটসঅ্যাপ কল ফিচার ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। এই মুহূর্তে লেটেস্ট ভার্সন হোয়াটসঅ্যাপ ২.২১১০.৪১ ইনস্টল করতে হবে ফোনে। এই জন্য কাইওএস অ্যাপ স্টোর ওপেন করে আপডেট ইনস্টল করে নিন। এছাড়াও আপডেট নোটিফিকেশন থেকে আপডেট করা যাবে এই মেসেজিং অ্যাপ।
জিওফোন অথবা জিওফোন ২ তে হোয়াটসঅ্যাপ ভয়েস কল করবেন কীভাবে?
স্টেপ ১। জিওফোন অথবা জিওফোন ২ থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। যাকে ফোন করতে চান সেই চ্যাট ওপেন করুন।
স্টেপ ৩। এবার কি প্যাডের ডান দিকে উপরের বাটন প্রেস করে অপশন ওপেন করুন।
স্টেপ ৪। এখানে আপনি ভয়েস কল অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করে ওকে ক্লিক করুন।
এর পরেই আপনার স্ক্রিনে একটি ডায়াল উইন্ডো ওপেন হবে ও হোয়াটসঅ্যাপ কল শুরু হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470