Just In
হোয়্যাটসঅ্যাপে আর এই কাজ করা যাবে না
সম্প্রতি একের পর এক নতুন ফিচার নিয়ে এসেছে হোয়্যাটসঅ্যাপ। আরও একটি নতুন ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং কোম্পানি। এর ফলে আর কোন হোয়্যাটসঅ্যাপ গ্রাহকের প্রোফাইল ছবি সেভ করা যাবে না। অ্যানড্রয়েড ও আইওএস এ নতুন আপডেটে এই ফিচার যোগ হয়েছে।

আগে যে কোন গ্রাহকের হোয়্যাটসঅ্যাপ প্রোফাইল ছবি নিজের ফোনে সেভ করে রাখা যেত। এছাড়াও শেয়ার বাড়নে ক্লিক করে যে কোন সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবি শেয়ার করা যেত। নতুন আপডেটের পরে আর এই কাজ করা যাবে না।
তবে অ্যাপ এর মধ্যে অপশান না থাকলেও হোয়্যাটসঅ্যাপ গ্রাহকের প্রোফাইল ছবি খুলে স্ক্রিন শট নিয়ে এখনো নিজের ফোনে এই ছবি সেভ করে রাখা যাবে। তাই হোয়্যাটসঅ্যাপের নতুন ফিচারের কার্যকারীতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
শুরুতে বিটা ভার্সানে এই ফিচার পৌঁছালেও ধীরে ধীরে অ্যানড্রত্যেড ও আইওএস স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছে যাবে। তবে যে উদ্দেশ্যে এই ফিচার নিয়ে আসা তা পুরন হবে না।
এই সপ্তাহেই খুব সহজেই হোয়াটসঅ্যাপ কল এর মাধ্যমে স্মার্টফোনে হ্যাকারদের ম্যালওয়্যার পৌঁছে দেওয়ার খবর সামনে এসেছে। হোয়াটসঅ্যাপে মিসড কল কয়ে এই কাজ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের সুরক্ষায় ফাঁক থাকার কারনেই এই কাজ করতে পাত্রছে হ্যাকাররা। ইতিমধ্যেই এই সমস্যা সমাধান করে আপডেট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। সব গ্রাহককে শিঘ্রই এই আপডেট ইনস্টল করার আবেদন জানিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।
সম্প্রতি ইজরায়েলের এক সাইবার সুরক্ষা কোম্পানি প্রথম হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এই ক্ষামতি খুঁজে পেয়েছিল। ের ফলে হ্যাকাররা যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহককে মিসড কল দিয়ে স্মার্টফোন ম্যালওয়্যার ইনস্টল করতে পারছিল। গ্রাহক কল না ধরলেও শুধুমাত্র মিসড কলের মাধ্যমে এই কাজ করা যাচ্ছিল। হ্যাকাররা এই কাজ করার পরে হোয়াটসঅ্যাপ কল লগ থেকে মিসড কল ডিলিট করে দিচ্ছে। ের ফলে কোন ভাবেই জানা সম্ভব হচ্ছে না এই ম্যালওয়্যার বকখন ইনস্টল হয়েছে।
আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকদের ফোনে এই সমস্যা দেখা গিয়েছে। সব অ্যানড্রয়েড ও আইওএস ফোনে ম্যালওয়্যার পাঠানো যাচ্ছিল। এমনকি হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকরাও এই সরক্ষা গাফিলতি স্বীকার হয়েছেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470