Just In
Don't Miss
পুজোর আগে স্মার্টফোন, টিভি ও অ্যাকসেসারিজে দুর্দান্ত সেল নিয়ে আসছে শাওমি
পুজোর আগে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 'দিওয়ালি উইথ মি’ সেল। এই সেলে সব শাওমি প্রোডাক্টের দাম কমবে। একই সময় ফ্লিপকার্ট ও আমাজনে সেল শুরু হবে। তমে মি ডট কম থেকে শুরু হবে দিওয়ালি উইথ মি সেল। এইচ ডি এফ সি ব্যাক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় এই সেলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়।
এই সেলে ২০১৮ সালের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন রেডমি নোট ৭ প্রো এর দাম কমছে। ২,০০০ টাকা সস্তা হবে এই স্মার্টফোন। ১১,৯৯৯ টাকায় রেডমি নোট ৭ প্রো বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে রেডমি নোট ৭ প্রো কিনলে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে কোম্পানির অন্য এক জনপ্রিয় ফোন রেডমি ৭এ। সাথে এইচ ডি এসফ সি কার্ড হোল্ডাররা ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। ১০,০০০ টাকার কম দামে পাওয়া যাবে রেডমি ওয়াই ৩।
প্রিমিয়াম সেগমেন্টে ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে রেডমি কে ২০ প্রো বেস ভেরিয়েন্ট। সম্প্রতি এই ফোনে অ্যানড্রয়েড ১০ আপডেট পাঠাতে শুরু করেছে শাওমি। রেডমি ক২ ২০ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
স্মার্টফোন ছাড়াও এই সেলে শাওমির একাধিক স্মার্ট টিভি ও অ্যাকসেসারিজের দাম কমবে। ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি মডেলের একাধিক স্মার্ট টিভির দাম কমবে বলে জানিয়েছে বেজিং এর কোম্পানিটি। ইয়ারফোন ৫০ শতাংশ ছাড় মিলবে। মাত্র ৪৯ টাকা থেকে পাওয়া যাবে অ্যাকসেসারিজ। এর সাথে ফিটনেস ব্যান্ড ও পাওয়ার ব্যাঙ্কের দাম কমবে।
বিভিন্ন প্রডাক্ট ছাড়াও এই সেলে সার্ভিসের দাম কমছে। স্মার্টফোন ও টিভির সাথে বান্ডেল ওয়্যারিন্টিতে ডিসকাউন্ট পাওয়া যাবে। কোম্পানির ট্রাভেল ব্যাকপ্যাক সস্তা হবে। সেল চলাকালীন প্রতিদিন সকাল ১০ টা ও সন্ধ্যা ৬ টায় শুরু হবে বিশেষ ডিল।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190