Just In
দুর্দান্ত সেলফি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল রেডমি ওয়াই ৩
সেলফি প্রামীদের জন্য সুখবর। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছে রেডমি ওয়াই ৩। ৯,৯৯৯ টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথেই রেডমি ওয়াই ৩ ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি। একই ইভেন্টে আট হাজার টাকায় ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৭। রেডমি ওয়াই ৩ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

3GB RAM আর 32GB স্টোরেজে রেডমি ওয়াই ৩ কিনতে খরচ হবে ৯,৯৯৯ টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন কেনার খরচ ১১,৯৯৯ টাকা। শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইট আর অ্যামাজন থেকে পাওয়া যাবে রেডমি ওয়াই ৩। বিক্রি শুরু ৩০ এপ্রিল। এয়ারটেল গ্রাহকরা রেডমি ওয়াই ৩ কিনলে বিশেষ ক্যাশব্যাক পাবেন।
রেডমি ওয়াই ৩ স্পেসিফিকেশন
রেডমি ওয়াই ৩ ফোনে রয়েছে ৬.২৬ ইঞ্চি হাই ডেফিনেশান ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট। সাথে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। লাল কালো ও নীল রঙে বিক্রি হবে এই সেলফি স্পেশালিস্ট।
রেডমি ওয়াই ৩ ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।
তবে রেডমি ওয়াই ৩ ফোনের প্রধান আকর্ষন সেলফি ক্যামেরা। দুর্দান্ত সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। সাথে থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর এইচডিআর মোড।
অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে রেডমি ওয়াই ৩ ফোনে চলবে MIUI 10 স্কিন। এই ফোনের ভিরত্রে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। তবে কোন ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470