Just In
Don't Miss
ডুয়াল ক্যামেরা, রিয়ার ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, শাওমি এমআই ৭-এ জবরদস্ত ফিচার
নতুন বছরে কী কেমন ফোন আসছে, তা নিয়ে গুজব জোরদার। আর এরমধ্যে সবথেকে বেশি আলোচনা চলছে Xiaomi Mi 7 নিয়ে। সদ্য বাজারে আসা Qualcomm Snapdragon 845 প্রসেসর রয়েছে এই ফোনেই।
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে Xiaomi Mi 7-এ আন্ডারগ্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে রয়েছে থ্রি ডি ফেসিয়াল রেকগনিশন ফিচার। ভিভো আর ওয়ানপ্লাসও এই ফিচারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ iPhone X-এও রয়েছে একই ফিচার্স।
চাইনিজ মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে Xiaomi Mi 7 নিয়ে বেশ কিছু ইনফো এসেছে। আর তাতে জানা গিয়েছে, দুর্দান্ত ফিচার আর অসাধারণ ডিজাইন হবে এই ফোনের। থিন বেজলস সাইড এই ফোনের। ফুল স্ক্রিন ডিজাইন আর ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও।

Rear-mounted fingerprint sensor
ফোনটির রিয়ারে থাকছে সেন্সর। কারণ এর ফুলস্ক্রিন ডিজাইন। এছাড়াও Xiaomi Mi 6-এর মতো পাশাপাশি ডুয়াল লেন্স ক্যামেরা।

ওয়্যারলেস চার্জিং
ফোনটির সাইডগুলি অসাধারণ। ক্যামেরা ওপরে বাঁ দিকে। ডার্ক গ্রে বা গোল্ড কালার ভেরিয়েন্টে ফোন আসছে। Xiaomi Mi 7-এ সম্ভবত ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। এর ব্যাক গ্লাসের তৈরি। এমআই ৬-এরও গ্লাস ব্যাক, তবে তাতে ওয়্যারলেস চার্জিং নেই।
লঞ্চ হল ডুয়াল ক্যামেরা, ফুল স্ক্রিন ফোন Lenovo K320t

অন্যান্য সম্ভাব্য ফিচার্স
১৯ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অ্যাপারচার f/1.7 এবং ৪X অপটিকাল জুম। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভেরিয়েন্টে মিলতে পারে ফোন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190