Just In
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল শাওমি
ভারতে নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল চিনের জনপ্রিয় কোম্পানি শাওমি। সোমবার ভারতে লঞ্চ হয়েছে মি সুপার বাস ওয়্যারলেস হেডফোন। ভারতে শাওমির ওয়্যারলেস হেডফোনের দাম ১,৭৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন প্রাইম ডে সেলে পাওয়া যাচ্ছে এই হেডফোন। প্রাইম ডে সেল উপলক্ষ্যে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে অ্যামাজন। এর মধ্যে অন্যতম মি সুপার বাস ওয়্যারলেস হেডফোন।

১৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্য অ্যামাজনে চলছে প্রাইম ডে সেল। এই সেলে সস্তা হয়েছে বিভিন্ন গ্যাজেট সহ একগুচ্ছ প্রোডাক্ট। এছাড়াও এইচ ডি এফ সি ব্যাক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
কালো ও লাল আর কালো ও সোনালি রঙে পাওয়া যাবে মি সুপার বাস ওয়্যারলেস হেডফোন। শাওমি জানিয়েছে এক চার্জে ২০ ঘন্টা গান শোনা যাবে। হেডফোনের ভিতরে থাকছে একটি ৪০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। শাওমির দাবি একবার চার্জ করে একটানা ৩০০ টা গান শোনা যাবে এই হেডফোনে।
মি সুপার বাস ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি ৪০ মিমি ডাইনামিক ড্রাইভার। এই ড্রাইভারের মাধ্যমে দুর্দান্ত বাস মিলবে। এছাড়াও থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। তবে ৩.৫ মিমি অডিও জ্যাক ব্যবহার করেও এই হেডফোনে গান শোনা যাবে। দীর্ধক্ষণ কানে থাকার পরে ব্যাথা দূর করবে বিশেষ মেটিরিয়াল দিয়ে তৈরী হয়েছে মি সুপার বাস ওয়্যারলেস হেডফোন।
ওয়্যারলেস কানেক্টিভিটির সাথেই এই হেডফোনে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। যে ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে সেই ডিভাইসের ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য এই হেডফোনে একটি বিশেষ বাটন থাকছে।
শাওমি জানিয়েছে সব কোম্পানির স্মার্টফোনের সাথে কাজ করবে মি সুপার বাস ওয়্যারলেস হেডফোন। চার্জ করার জন্য এই হেডফোনে থাকছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470